Home / খবর / জেলায় জেলায় / জামুড়িয়ায় পানীয় জলের সংকট, প্রতিবাদে রাস্তা অবরোধ করে মহিলাদের বিক্ষোভ

জামুড়িয়ায় পানীয় জলের সংকট, প্রতিবাদে রাস্তা অবরোধ করে মহিলাদের বিক্ষোভ

জামুড়িয়া : আসানসোল পুরনিগমের ৯ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সংকটকে কেন্দ্র করে বৃহস্পতিবার সকালে জামুড়িয়ার স্থানীয় বাসিন্দারা রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখান।

এলাকার বাসিন্দারা জামুড়িয়া দুর্গা মন্দিরের কাছে চাঁদা থেকে জামুড়িয়া যাওয়ার মেন রাস্তা অবরোধ করেন। পানীয়জলের দাবিতে তারা রাস্তায় নেমে আসেন।

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, দীর্ঘদিন ধরে এউ এলাকায় পানীয়জলের মারাত্মক সংকট রয়েছে। এই ব্যাপারে কাউন্সিলর সহ বিভিন্ন জায়গায় বারবার অভিযোগ জানানো সত্ত্বেও এখনো পর্যন্ত কোনো কার্যকর পদক্ষেপ নেওয়া হয়নি। তাই বাধ্য হয়েই এদিন মানুষকে রাস্তায় নামতে হয়েছে।

প্রায় দু ঘণ্টা ধরে রাস্তাটি অবরুদ্ধ থাকায় যানবাহনের দীর্ঘ লাইন লেগে যায়। এই পুরোপুরি যান চলাচল ব্যাহত হয়। খবর পেয়ে জামুড়িয়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। বিক্ষোভকারী স্থানীয় বাসিন্দদের সঙ্গে কথা বলে পুলিশ পরিস্থিতি স্বাভাবিক করার চেষ্টা করে। পুলিশকে বিক্ষোভের মুখে পড়তে হয়। পরে পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি স্বাভাবিক হয়।

তবে বিক্ষোভকারীরা হুঁশিয়ারি দিয়েছেন যে, যদি দ্রুত এলাকায় নিয়মিত পানীয় জলের সরবরাহ চালু না করা হয়, তবে তারা আরও বৃহত্তর আন্দোলনের পথে নামবেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *