Home / খবর / জেলায় জেলায় / স্বামীর বুকে ছুরির কোপ, হত্যার দায়ে গ্রেফতার স্ত্রী

স্বামীর বুকে ছুরির কোপ, হত্যার দায়ে গ্রেফতার স্ত্রী

মিহিজাম : স্বামীকে ছুরি মেরে হত্যা করার অভিযোগে গ্রেফতার করা হল স্ত্রীকে। তাদের সাত বছরের এক কন্যা সন্তান আছে। নেশাগ্রস্ত অবস্থায় এমন ভয়ানক কান্ড ঘটে গেছে বলে প্রাথমিকভাবে পুলিশের অনুমান।

ঘটনাটি ঘটেছে সন্ধে সাতটা নাগাদ মিহিজাম কুর্মিপাড়া পাইপ লাইন এলাকায়। মৃতের নাম মহাবীর যাদব (৩৫)। তার বুকে ছুরির কোপ বসানো হয়েছে বলে পুলিশ জানতে পেরেছে। এই হত্যাকাণ্ডের দায়ে গ্রেফতার হয়েছে মহাবীরের স্ত্রী কাজল।

জানা গেছে, মহাবীর নিজেরই ট্রাক চালাতেন। ঘটনার দিন সন্ধ্যায় ট্রাকটিকে বেসিক স্কুলের পাশে রেখে তিনি কুর্মি পাড়ার ভাড়াবাড়িতে পৌঁছান। এই দিনই মহাবীরের দাদা অবধেশ যাদব গ্রাম থেকে এখানে আসেন। বাড়িতে পৌঁছানোর পর মহাবীর তার দাদা ও স্ত্রীর সাথে বসে মদ্যপান করেন। এরপর অবধেশ ঘরের মধ্যেই শুয়ে পড়েন। অন্যদিকে স্বামী-স্ত্রী ঘরের বাইরে বেরিয়ে কোনও একটি বিষয়ে ঝগড়ায় লিপ্ত হন। হঠাৎই নেশার ঘোরে স্ত্রী কাজল একটি ছুরি নিয়ে মহাবীরকে আক্রমণ করে এবং তার বুকে বসিয়ে দেয়। অতর্কিত এই আক্রমণে মহাবীরের মৃত্যু ঘটে। বিষয়টি জানতে পেরে মিহিজাম থানার পুলিশ সেখানে পৌঁছায় এবং তদন্ত শুরু করে।

ঘটনাস্থল থেকে রক্তে ভেজা জামাকাপড় এবং ছুরিটি উদ্ধার করে পুলিশ। মৃত মহাবীরের বাবা রামসুবোধ যাদব বলেন, ১৪ বছর আগে এক প্রকার জোর করেই থানাতে এদের বিয়ে হয়েছিল। বছর চারেক আগে নেশার ঘোরে তার বাঁ চোখ ঝাঁটার কাঠি দিয়ে নষ্ট করে দিয়েছিল। তার ছেলে এবং বৌমার মধ্যে প্রায়ই ঝগড়া হতো। আবার দুজনে বসে মদ্যপানও করতো। অন্যদিকে কাজলের বাবা সুরজ ওরফে পাপ্পু সাউ বলেন, মধ্যপন না করার জন্য দুজনকেই অনেকবার বলা হলেও তারা কর্ণপাত করেনি। আজ এই ভয়ানক কান্ড ঘটে গেল।

মিহিজাম থানারপুর ওসি বিবেকানন্দ দুবে বলেন, ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত করে যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *