আসানসোল : ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের পক্ষ থেকে বুধবার আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক অফিসে চার দফা দাবির সমর্থনে বিক্ষোভ দেখানো হয়। এর পাশাপাশি একটি স্মারকলিপি জমা দেওয়া হয় সংগঠনের তরফে।
এই প্রসঙ্গে সংগঠনের পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সুদীপ বন্দোপাধ্যায় বলেন, এদিন জেলাশাসকের অফিসের মাধ্যমে আমাদের চার দফা দাবির সমর্থনে কেন্দ্রীয় সরকারের শ্রম দপ্তরে একটি স্মারকলিপি জমা দেওয়া হয়েছে। এর মাধ্যমে সংগঠনের তরফে দাবি করা হয়েছে যে, কেন্দ্রীয় সরকারের বাস্তবায়িত করা নতুন শ্রমবিধি বাতিল করতে হবে।
মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের নিশ্চিত কাজ দেওয়ার ব্যবস্থা করতে হবে।
তিনি আরো বলেন, বর্তমানে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের কাজ নিশ্চিত এবং যথাযথ নয়। তিনি দাবি করেন, এটি করা উচিত। তিনি বলেন, পশ্চিমবঙ্গে এখনো এমনটা না হলেও, ভারতের বিভিন্ন রাজ্যে মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভদের কেন্দ্রীয় সরকারি হাসপাতালে প্রবেশের অধিকার নেই। আমরা দাবি করছি, কেন্দ্রীয় সরকারি হাসপাতালে আমাদের প্রবেশের অধিকার দেওয়া হোক।