Home / খবর / জেলায় জেলায় / রানিগঞ্জে ১৯ নম্বর জাতীয় সড়কে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা, ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ডিভাইডারে উঠল যাত্রীবাহী ভলভো বাস

রানিগঞ্জে ১৯ নম্বর জাতীয় সড়কে বড় ধরনের দুর্ঘটনা থেকে রক্ষা, ট্রাকের সঙ্গে সংঘর্ষ এড়াতে ডিভাইডারে উঠল যাত্রীবাহী ভলভো বাস

screenshot 20250819 194028~2

রানিগঞ্জ : কলকাতা থেকে আসানসোল গামী যাত্রী বোঝাই ভলভো বাস পড়ল দুর্ঘটনার কবলে। অল্পের জন্য বড়সড় ঘটনার হাত থেকে রক্ষা পেলেও, এই ঘটনায় চার যাত্রী সহ বাসের চালক অল্পবিস্তর আহত হয়েছেন। ঘটনাটি ঘটেছে মঙ্গলবার সকাল দশটা নাগাদ আসানসোলের রানিগঞ্জ থানার ১৯ নম্বর জাতীয় সড়কে রানিসায়ের মোড়ের কাছে টিবি হাসপাতাল মোড় সংলগ্ন এলাকায়।

জানা গেছে, এদিন সকাল দশটা নাগাদ যাত্রী বোঝাই একটি ভলভো বাস কলকাতা থেকে আসানসোলের দিকে যাচ্ছিলো। রানিগঞ্জ থানার রানিসায়ের মোড়ের কাছে টিভি হাসপাতালের সামনে একটি পণ্য বোঝাই ১০ চাকার ট্রাক ওই বাসের পাশাপাশে যাচ্ছিল। আচমকাই ট্রাকটি ইন্ডিকেটর বা সিগন্যাল না দিয়েই ভলভো বাসের সামনে এসে বাঁদিকে চলে যায়। ট্রাকটি একেবারে সামনে চলে আসায় ভলভো বাসের চালকের নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। ওই ট্রাকটির মাঝামাঝি গিয়ে ধাক্কা মারা এড়াতে, ভলভো বাসের চালক কোনমতে বাসটি ডিভাইডারে তুলে দেন। তাতে বাসটি গিয়ে ধাক্কা মারে ডিভাইডারে লোহার ব্যারিকেডে। এই ঘটনায় ভলভো বাসের কেবিন পুরোপুরি ক্ষতিগ্রস্ত হয়। আর সেই কেবিনের মধ্যে থাকা চারজন যাত্রী ও বাসের চালক এই ঘটনায় আহত হন। এই ঘটনার জেরে জাতীয় সড়কের কলকাতা আসানসোল লেনে যান চলাচল ব্যহত হয়।

এই ঘটনার খবর জানতে পেরে দ্রুত ঘটনাস্থলে আসে রানিগঞ্জ থানার পাঞ্জাবি মোড় ফাঁড়ি ও ট্রাফিক গার্ড পুলিশ। এলাকার বাসিন্দাদের সাহায্যে পুলিশ বাস থেকে যাত্রীদেরকে উদ্ধার করে।

পুলিশ জানায়, আহতদের মধ্যে বাসের চালক ছাড়া অন্য সকলের আঘাত সামান্য। এই ঘটনার পরই পুলিশ ক্ষতিগ্রস্ত বাসটিকে সরিয়ে নিয়ে যায়। একইসাথে ট্রাকটিকেও আটক করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *