কোলফিল্ড টাইমস: উৎসবের মরসুমে সুন্দরবনের পিছিয়ে থাকা এলাকার শিশুদের পাশে দাঁড়িয়ে তাদের হাতে পুজোর উপহার তুলে দেওয়া ছাড়াও গ্রামবাসীদের বিভিন্ন রকম ভাবে সচেতন করে তুলতে দক্ষিণ ২৪ পরগনার জয়নগরের স্বেচ্ছাসেবী সংস্থা প্রান্তিক গত ছয় বছর ধরে কাজ করে চলেছে। আজ, রবিবার মহালয়ার পুণ্য তিথিতে সংস্থার তরফে জেলার মগরাহাটের প্রত্যন্ত ঈশ্বরীপুর প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীদের হাতে পুজো উপহার হিসাবে নতুন জামা-প্যান্ট ছাড়াও পড়াশোনার সামগ্রী খাতা, স্কেল, পেন কেক, বিস্কুট তুলে দেওয়া হয়।
এ ছাড়াও প্রাথমিক স্তরের চারটি শ্রেণির প্রথম স্থানাধিকারীকে বিশেষ উপহার দেওয়া হয়। সংস্থার সংস্থার সভাপতি মিহির চট্টোপাধ্যায় জানান, “সাধারণ মানুষের কাছ থেকে আরও বেশি করে সহযোগিতা পেলে আগামী দিনে সুন্দরবনের অনেক বেশি শিশুর কাছে আমরা পৌঁছতে পারব”।
উল্লেখ্য গ্রামবাসীদের সচেতন করা-সহ গ্রামীণ এলাকায় সুস্থ সংস্কৃতি তৈরির লক্ষ্যে সংস্থা বিভিন্ন সময়ে কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সঙ্গে যৌথ উদ্যোগে কাজ করে চলেছে এই স্বেচ্ছাসেবী সংস্থা।