আসানসোলে বৃহস্পতিবার দুপুর থেকে টানা বৃষ্টি শুরু হয়।
তেমন মুষলধারে না হলেও, মাঝারি মানের সেই বৃষ্টিতে আসানসোল শহরের বিভিন্ন এলাকা জলমগ্ন হয়ে পড়ে। নিচু এলাকায় ডুবে যায় রাস্তাঘাট। জল ঢুকে পড়ে দোকান ও বাড়িতে। একটু বেশি সময় ধরে বৃষ্টি হওয়ার ফলে আসানসোল শহরের অন্যতম প্রধান ও ব্যস্ততম রাস্তা হটন রোডে রঞ্জন কেবিন সংলগ্ন জলমগ্ন হয়ে যায়। হাঁটুর উপরে জল জমে যাওয়ায় হটন রোডের ওই অংশ দিয়ে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়। বন্ধ হয়ে যায়, পথচারীদের যাতায়াতও।
পরিস্থিতির কথা জানতে পেরে সেখানে আসেন ওই এলাকারই বাসিন্দা বিজেপি নেতা সুদীপ চৌধুরী। তিনি এই পরিস্থিতির আসানসোল পুরনিগমকে কাঠগড়ায় তোলেন।
তিনি বলেন, হটন রোডের রঞ্জন কেবিনের সামনে প্রচুর জল জমেছে। যে কারণে মানুষ সমস্যার সম্মুখীন হচ্ছেন। কিন্তু আসানসোল পুরনিগম এই বিষয়ে উদ্বিগ্ন নয়। মেয়র বিধান উপাধ্যায় থেকে বোরো চেয়ারম্যান রাজেশ তিওয়ারি, কাউন্সিলর শিখা ঘটক, মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়েরা মোটেই চিন্তিত নন। এই জল তো তাদের কোনও সমস্যা তৈরি করছে না। এটা মানুষের সমস্যা তৈরি করছে।
তিনি আরো বলেন, এই রাস্তায় জল জমে যাওয়াটা আজকে নতুন নয়। এই বিষয়ে মেয়র বিধান উপাধ্যায় বলেন, আসানসোলের যেসব এলাকায় আগে জল জমে থাকতো, এখন তা জমে না। তিনি সংবাদমাধ্যমকে অনুরোধ করেন, সেই বিষয়গুলিও দেখান, যেগুলো ইতিবাচক। কেবল নেতিবাচক বিষয়গুলিতে মনোনিবেশ না করাই ভালো ।
তিনি বলেন, আসানসোল পুরনিগম বিভিন্ন এলাকায় উন্নয়নমূলক কাজ করছে। এখানে রাস্তাঘাট এবং ড্রেনেজ ব্যবস্থার কাজও চলছে। যখন এই কাজ শেষ হবে, তখন এই সমস্যাও থাকবে না।