প্রতীকী ছবি
কলকাতা: আগুন লাগার ঘটনায় দ্রুত মোকাবিলা নিশ্চিত করতে জিটিএর আবেদন মেনে দার্জিলিং ও কালিম্পং জেলায় দুটি নতুন দমকল কেন্দ্র স্থাপনের সিদ্ধান্ত নিল রাজ্য সরকার।
অর্থ দফতর সূত্রে জানা গেছে, কালিম্পংয়ের গরুবাথান ও দার্জিলিংয়ের সুখিয়াপোখরিতে এই কেন্দ্র দুটি তৈরির জন্য মোট ১০ কোটি ৪৫ লক্ষ ২০ হাজার টাকা বরাদ্দ করা হয়েছে। প্রয়োজনীয় জমিও চিহ্নিত করা হয়েছে বলে জানা যায়।
বর্তমানে পাহাড়ে দার্জিলিং সদর, কার্সিয়াং, বিজনবাড়ি, মিরিক ও কালিম্পং—এই পাঁচটি দমকল কেন্দ্র কার্যরত রয়েছে। নতুন দুটি কেন্দ্র চালু হলে জরুরি পরিস্থিতিতে উদ্ধারকাজ আরও দ্রুত করা যাবে বলে আশা প্রশাসনের।










