অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: ক্রীড়ামোদি শিক্ষকদের বড় অংশই রয়েছেন বিএলও ডিউটিতে। এ দিকে, সামনেই প্রাথমিকের তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন। এর মধ্যেই ডিসেম্বরের ৬ তারিখের মধ্যে অঞ্চল থেকে জেলা পর্যায়ের প্রাথমিকের বার্ষিক কৃরীড়া শেষ করার নির্দেশিকা এসেছে জেলায়। সেইমতো বৈঠকও সেরে ফেলেছেন জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ কর্তৃপক্ষ। তবে, বর্তমান পরিস্থিতিতে, বিগত বছরের মতো, এ বারেও আগামী জানুয়ারিতে জেলার প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও মাদ্রাসা সমূহের বার্ষিক ক্রীড়ার আয়োজন করার লিখিত আবেদন জানাল তৃণমূল প্রভাবিত শিক্ষক সংগঠন।
এসআইআরের ফর্ম নিয়ে এলাকার বাড়ি-বাড়ি ঘুরছেন বিএলও-র ডিউটিতে থাকা প্রাথমিক শিক্ষকদের অনেকেই। স্কুলে সমস্যা হচ্ছে পঠনপাঠন-সহ সামগ্রিক কাজে।
এ দিকে, এগিয়ে আসছে তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের দিনও। এর মাঝেই ৪১ তম বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশিকা জেলায় আসায় ফাঁপড়ে পড়েছেন অনেকেই। নির্দেশিকা অনুযায়ী, প্রাথমিক, নিম্ন বুনিয়াদি ও মাদ্রাসা সমূহের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতার অঞ্চল, জোন, সার্কেল, মহকুমা ও জেলাস্তরের খেলা হওয়ার কথা ১৭ নভেম্বর থেকে ৬ ডিসেম্বরের মধ্যে। জেলাপর্যায়ের স্থানাধিকারীরা অংশ নেবে রাজ্যস্তরের খেলায়। বিগত কয়েক বছরে এই জেলার খুদে ক্রীড়াবিদেরা নজরকাড়া ফল করেছেন রাজ্যস্তরে। ক্রীড়া প্রতিযোগিতার নির্দেশিকা হাতে পেয়েই তড়িঘড়ি বিভিন্ন সার্কেলের এসআই-দের নিয়ে বৈঠক করেন ডিপিএসসি-র সচিব তথা ডিআই প্রাথমিক শ্যামলচন্দ্র রায়।
এ দিকে, খেলায় সময়সূচি পিছিয়ে দেওয়ার জন্য আবেদন জানাল তৃণমূল প্রভাবিত প্রাথমিক শিক্ষক সংগঠন। সংসদ চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায়ের সঙ্গে দেখা করে উদ্ভূত পরিস্থিতি নিয়ে আলোচনা করেন সংগঠনের নবনিযুক্ত জেলা সভাপতি দীপঙ্কর বিশ্বাস, শিক্ষক নেতা স্মরজিৎ চাকি, অরূপ দে-সহ অন্য নেতারা। সংসদ চেয়ারম্যানের পাশাপাশি পর্ষদের চেয়ারম্যান ও সচিবকেও আবেদন জানিয়েছেন তাঁরা।
দীপঙ্কর বলেন, “খেলার উপযোগী সময় এটাই। কিন্তু এসআইআরের কাজ চলায় স্কুলে শিক্ষকদের ঘাটতি রয়েছে। গত বছর বিশেষ কারণে জানুয়ারি মাসে বার্ষিক ক্রীড়া অনুষ্ঠিত হয়। এ বারের পরিস্থিতিতে ওই সময় প্রতিযোগিতার আয়োজন করা হলে সবার পক্ষেই ভালো হবে।”
সংসদ চেয়ারম্যান লৈক্ষ্যমোহন রায় বলেন, “নির্দেশিকা অনুযায়ীই ডিপিএসসি কাজ করছে। তৃণমূল প্রাথমিক শিক্ষক সংগঠনের তরফে সময়সূচি বদলের দাবি জানান হয়েছে। এ বিষয়ে উর্দ্ধতন কর্তৃপক্ষকে জানাব।”










