দুর্গাপুর পুরসভার ২৬ নম্বর ওয়ার্ডের এবিএল টাউনশিপ এলাকায় শ্রমিক নিয়োগকে কেন্দ্র করেই ফের প্রকাশ্যে এল তৃণমূল কংগ্রেসের গোষ্ঠী কোন্দল। এসআইআর প্রক্রিয়া চলাকালীন এই অশান্তিতে আহত হয়েছেন অন্তত দু’জন তৃণমূল কর্মী। ঘটনায় উত্তেজনা ছড়িয়েছে শিল্পাঞ্চলে।
ঘটনাস্থল আইএনটিটিইউসির অফিসে বসে রবিবার রাতে এসআইআর সংক্রান্ত আলোচনা চলছিল। অভিযোগ, সেই সময় প্রাক্তন কাউন্সিলর দীপেন মাজির অনুগামীরা অফিসে ঢুকে শ্রমিক নেতা রঞ্জিত পন্ডিতদের ওপর হামলা চালায়। রঞ্জিত জানান, হঠাৎই কয়েক জন অফিসে ঢুকে তাঁদের মারধর করতে শুরু করে। আহত অবস্থায় তাঁকে এবং আরও এক তৃণমূল কর্মীকে দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। রঞ্জিত দাবি করেন, তিনি ঘটনার কথা জেলা নেতৃত্বকে জানিয়েছেন।
তবে অভিযোগ অস্বীকার করেছেন দীপেন মাজি। তাঁর দাবি, তিনি ঘটনাস্থলে উপস্থিত ছিলেন না। সুভাষপল্লীতে ছিলেন এবং খবর পেয়ে পরে আইএনটিটিইউসির অফিসে পৌঁছন। তিনি জানান, কারখানায় কাজ হারানো প্রায় দশ-বারো জন শ্রমিক অফিসে এসেছিলেন এবং তাঁরা তাঁর দলের সমর্থক। তাঁর কথায়, অফিসে থাকা রঞ্জিত পন্ডিতেরা উল্টে তাঁদের ওপর হামলা চালান। আহতরা প্রাক্তন কাউন্সিলর দীপঙ্কর লাহার অনুগামী বলেই জানা গেছে। দুই পক্ষই পৃথক ভাবে থানায় অভিযোগ দায়ের করেছে।
শাসক দলের এই অশান্তি ঘিরে সরব হয়েছে বিরোধী দলগুলি। পুলিশ জানিয়েছে, অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু হয়েছে।










