আসানসোল : তৃণমূল কংগ্রেস বৃহস্পতিবার পশ্চিম বর্ধমান জেলার ব্লক স্তরের কমিটি ঘোষণা করল।
জেলার মোট ১৬ টি ব্লক কমিটির পদাধিকারীদের নাম এদিন ঘোষণা করা হয়েছে। তার মধ্যে আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্র এবং কুলটি এলাকায় সবচেয়ে উল্লেখযোগ্য পরিবর্তন দেখা গেছে। এখানে পুরানো কমিটির পদাধিকারীদের সরানো হয়েছে। সেই জায়গায় নতুন মুখ নিয়ে আসা হয়েছে।
সেই দিক থেকে পশ্চিম বর্ধমান জেলার বারাবনি, সালানপুর, চিত্তরঞ্জন, আসানসোল উত্তর এবং জামুরিয়া সহ অন্য ব্লকে খুব কম পরিবর্তন করা হয়েছে। সেখানে পুরনোদের উপরে ভরসা রাখা হয়েছে।
যেমন পূর্ণেন্দু চৌধুরী ওরফে টিপুকে আসানসোল দক্ষিণ শহরের ব্লক সভাপতি এবং উৎপল সেনকে আইএনটিটিইউসির ব্লক সভাপতি নিযুক্ত করা হয়েছে। আসানসোল উত্তর ১ ও উত্তর ২ এর সভাপতির পরিবর্তন করা হয়নি।
আসানসোল উত্তর ১ র সভাপতি হিসেবে রয়েছেন গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। আসানসোল উত্তর ১ র আইএনটিটিইউসির সভাপতি হয়েছেন রাজু আলুওয়ালিয়া। জ্যোতি সিংকে রানিগঞ্জ ব্লক শহরের সভাপতি করা হয়েছে। সায়ন্তন মুখোপাধ্যায়কে আসানসোল দক্ষিণ গ্রামীণের ভাইস প্রেসিডেন্ট হিসেবে নিযুক্ত করা হয়েছে।
এদিকে কুলটি ব্লককে দুভাগে ভাগ করা হয়েছে। কুলটি শহর ১ করা হয়েছে আসানসোল পুরনিগমের ৬০, ৬১, ৬৯, ৭১ থেকে ৭৪ ও ৯৯ থেকে ১০৫ নং ওয়ার্ডকে নিয়ে। কুলটি শহর ১ নং কমিটির সভাপতি হয়েছেন আদিনাথ পুইতুন্ডি( বাদল)। কুলটি শহর ২ করা হয়েছে আসানসোল পুরনিগমের ১৬ থেকে ১৯ নং ওয়ার্ড, ৫৮, ৫৯, ৬২ থেকে ৬৮ ও ৭০ নং ওয়ার্ডকে নিয়ে। ২ নং কমিটির সভাপতি হয়েছেন কাঞ্চন রায়, অমিত যাদবকে কুলটি ব্লক ২ যুব দলের সভাপতি করা হয়েছে।
জানা গেছে, ব্লক থেকে সরানো পদাধিকারীদেরকে জেলা কমিটিতে স্থান দেওয়া হবে। আরও জানা গেছে, ২০২৬ এর বিধানসভা নির্বাচনকে সামনে রেখে দলকে মজবুত করতে পারেন, এমন নেতা ও নেত্রীদেরকে ব্লক কমিটিতে আনা হয়েছে।