কুলটি : নতুন প্রজন্মকে মাদকের আসক্তি থেকে দূরে রাখতে, খেলাধুলার প্রতি আকৃষ্ট করতে উদ্যোগী হল আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট।
আসানসোলের কুলটি থানার শাঁকতোড়িয়া ফাঁড়ির তরফে ফুটবল বিতরণ কর্মসূচির আয়োজন করা হয়েছিল। এই অনুষ্ঠানে কুলটির প্রাক্তন বিধায়ক উজ্জ্বল চট্টোপাধ্যায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। এই অনুষ্ঠানের মাধ্যমে এলাকার বেশ কয়েকটি ক্লাবকে ফুটবল বিতরণ করা হয়।
এই প্রসঙ্গে, পুলিশের তরফে বলা হয়েছে, খেলাধুলা কেবল শিশুদের শারীরিক বিকাশেই সহায়তা করে না বরং তাদের মানসিক বিকাশেও সহায়তা করে। এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ যাতে নতুন প্রজন্ম মাদকের আসক্তি বা অন্য কোনও খারাপ জিনিস থেকে দূরে থাকে। তাই খেলাধুলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়টি মাথায় রেখে এদিন বিভিন্ন ক্লাবকে ফুটবল বিতরণ করা হয়।