Home / খবর / জেলায় জেলায় / গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদে প্রাণ গেল তিন মাসের শিশুর, আহত চার

গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুর্শিদাবাদে প্রাণ গেল তিন মাসের শিশুর, আহত চার

কোলফিল্ড টাইমস: ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে কেঁপে উঠল কান্দি থানার কুমারষণ্ড গ্রামপঞ্চায়েতের রামেশ্বরপুর দক্ষিণপাড়া। বুধবার দুপুর ১২টা নাগাদ এই মর্মান্তিক ঘটনায় মৃত্যু হয়েছে তিন মাসের এক শিশুকন্যার। গুরুতর জখম অবস্থায় চার জনকে বহরমপুরের মুর্শিদাবাদ মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মৃত শিশুর নাম পারভিন আফরিন। আহতদের মধ্যে রয়েছেন রাজিয়া বেওয়া, আনিসুর শেখ, মুনিজা বিবি ও ইয়াসমিনা খাতুন। রাজিয়া বেওয়ার মেয়ে মুনিজা, জামাই আনিসুর, ছেলের বৌ ইয়াসমিনা এবং নাতনি পারভিন আফরিন— সবাই একই পরিবারের সদস্য। সম্প্রতি মুনিজা স্বামী, ছেলে, ছেলের বৌ ও নাতনিকে নিয়ে বাপের বাড়ি কুমারষণ্ডে এসেছিলেন।

বুধবার দুপুরে আনিসুর কোলে নাতনিকে নিয়ে বাইরে বসেছিলেন, ঘরের ভিতরে রান্নার কাজ করছিলেন মুনিজারা। হঠাৎই গ্যাস সিলিন্ডার ফেটে ভয়াবহ বিস্ফোরণ ঘটে। মুহূর্তে আগুন ছড়িয়ে পড়ে গোটা ঘরে। বিস্ফোরণের তীব্রতায় পাশের বাড়িতেও আগুন লাগে, দেওয়ালে ফাটল ধরে যায়।

চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে পাঁচ জনকে উদ্ধার করে প্রথমে গোকর্ণ ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যান। পরে সেখান থেকে স্থানান্তরিত করা হয় বহরমপুর মুর্শিদাবাদ মেডিক্যালে। চিকিৎসকেরা জানান, শিশুটিকে আর বাঁচানো যায়নি। বাকিদের অবস্থা আশঙ্কাজনক হলেও চিকিৎসা চলছে।

ঘটনার খবর পেয়ে দমকলের একটি ইঞ্জিন দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে। প্রাথমিক অনুমান, সিলিন্ডারের পাইপে লিক থেকেই এই বিস্ফোরণ ঘটে থাকতে পারে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *