Home / খবর / জেলায় জেলায় / ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগ, আগামী ১৩ সেপ্টেম্বর আসানসোল ও দুর্গাপুরে তৃতীয় ন্যাশানাল লোক আদালত

ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির উদ্যোগ, আগামী ১৩ সেপ্টেম্বর আসানসোল ও দুর্গাপুরে তৃতীয় ন্যাশানাল লোক আদালত

screenshot 20250815 065549~2

আসানসোল: আগামী ১৩ সেপ্টেম্বর পশ্চিম বর্ধমান জেলার আসানসোল ও দুর্গাপুরে লোক আদালত অনুষ্ঠিত হবে। এর উদ্যোক্তা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিট।

এই প্রসঙ্গে জেলা আইন পরিষেবা কর্তৃপক্ষ বা ডিস্ট্রিক্ট লিগ্যাল সার্ভিসেস অথরিটির সচিব আম্রপালি চক্রবর্তী বলেন, আগামী ১৩ সেপ্টেম্বর এই জেলায় আসানসোলে ও দুর্গাপুরে তৃতীয় ন্যাশানাল লোক আদালত অনুষ্ঠিত হবে। তিনি বলেন, লোক আদালতের মাধ্যমে দুই ধরণের মামলা নিষ্পত্তি করা হয়। একটি আদালতে বিচারাধীন এবং অন্যটি আদালতে মামলা শুরু হওয়ার আগে। এখানে জমি বা সম্পত্তি সংক্রান্ত বিরোধ লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। জমি বিভাজন বা সম্পত্তি বিভাজনের মামলাগুলিও লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। চেক বাউন্সের মামলাগুলিও লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। তিনি বলেন, লোক আদালত আদালত ছাড়াও অন্যান্য মামলা সমাধানের একটি মাধ্যম। পরিবার সম্পর্কিত কিছু মামলাও লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। কিছু ঋণের মামলাও লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। আদায়কারী এজেন্টদের দ্বারা হয়রানির মতো মামলাগুলি লোক আদালতের মাধ্যমে নিষ্পত্তি করা হয়। এছাড়াও এবার ট্রাফিক চালান সম্পর্কিত মামলা লোক আদালতে নিষ্পত্তি করার একটা উদ্যোগ নেওয়া হয়েছে। তিনি বলেন, লোক আদালতের উদ্দেশ্য হল পারস্পরিক আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান করা। এই লোক আদালতে আইনজীবীর প্রয়োজন নেই। উভয় পক্ষই আদালতে তাদের মতামত উপস্থাপন করতে পারবে। গত বছর লোক আদালতে ৬০০০ মামলা নিষ্পত্তি হয়েছিল। এ বছরও এই সংখ্যাএা আরও বাড়বে বলে আশা করা হচ্ছে। কারণ গত বছর মে মাসে লোক আদালত বসেছিলো।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *