Home / খবর / জেলায় জেলায় / আধ ঘণ্টা ফাঁকা পেতেই তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, চিত্তরঞ্জনে চুরি সন্ধ্যারাতে

আধ ঘণ্টা ফাঁকা পেতেই তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা, চিত্তরঞ্জনে চুরি সন্ধ্যারাতে

চিত্তরঞ্জন : ছেলের বিয়ের কার্ড ছাপানোর জন্য মাত্র আধ ঘন্টার জন্য বাড়ির বাইরে গিয়েছিলেন, আর তার মধ্যেই তালা ভেঙে ঘরে ঢুকে পড়ে দুষ্কৃতীরা। ৪ অক্টোবর রাত প্রায় সাড়ে আটটা নাগাদ এমনই চাঞ্চল্যকর ঘটনা ঘটেছে চিত্তরঞ্জন রেল শহরে।

জানা গেছে, এই শহরের গাড্ডা কলোনি এলাকায় ৩৩ বি রাস্তার ৯ বি আবাসনে থাকেন রেল কর্মী শম্ভু সিং। তার ছেলে চাকরি সূত্রে বাইরে থাকেন। সামনেই তার বিয়ের তারিখ। ‌সেইজন্য বিয়ের কার্ড ছাপানোর তদারকি করতে আবাসনে তালাবন্ধ করে চিত্তরঞ্জন-মিহিজাম সীমানার দু’নম্বর গেট এলাকায় শম্ভুবাবু কিছুক্ষণের জন্য গিয়েছিলেন। আধঘন্টা খানেক সময় পরে ফিরে এসেই দেখেন সামনের গেটের তালা ভাঙ্গা। কিন্তু দরজা ভেতর থেকে বন্ধ করা আছে। এরপরই আবাসনের পিছনের দিকে গিয়ে দেখেন দরজা ভাঙ্গা। ঘরে ঢুকে দেখেন দুটি আলমারির মধ্যে একটি ভাঙ্গা হয়েছে এবং তার মধ্যে থাকা প্রায় ৭০ হাজার টাকা দুষ্কৃতীরা নিয়ে গেছে।

বিষয়টি সঙ্গে সঙ্গে তিনি চিত্তরঞ্জন থানায় জানান। পুলিশ ঘটনাস্থলে আসে এবং দ্রুত তদন্ত শুরু করে। যদিও ঘটনা প্রসঙ্গে পুলিশ সূত্র বলা হয়েছে, দুষ্কৃতীরা তালা ভেঙে ভেতরে ঢুকলেও বিশেষ কিছু নিয়ে যেতে পারেনি।

এদিকে স্থানীয় মানুষজন অভিযোগ জানিয়ে বলেন, চিত্তরঞ্জন রেল শহরের ওই এলাকায় সিসি ক্যামেরা বসানো নেই। এর ফলে দুষ্কৃতীরা সহজেই কুকর্ম করে পালিয়ে যাচ্ছে কিন্তু তাদের চিহ্নিত করা যাচ্ছে না। পুলিশও বিষয়টি নিয়ে রেল কর্তৃপক্ষের কাছে একাধিকবার জানিয়েছে বলে জানা গেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *