কোলফিল্ড টাইমস: এনুমারেশন ফর্ম না-পাওয়ার দুশ্চিন্তায় মর্মান্তিক পরিণতি। ছ’বছরের মেয়েকে সঙ্গে নিয়ে আত্মহত্যার চেষ্টা করেছিলেন ধনেখালির এক মহিলা। মেয়েকে বিষ খাইয়ে নিজেও তা খেয়েছিলেন তিনি। দু’জনকেই ভর্তি করা হয়েছিল কলকাতার এসএসকেএম হাসপাতালে। তবে সোমবার মৃত্যু হয় মায়ের, স্থিতিশীল রয়েছে মেয়েটি।
মৃতার নাম আশা সোরেন। বাড়ি ধনেখালি থানার সোমসপুর-২ গ্রাম পঞ্চায়েতের কানানদীতে। পরিবার সূত্রে জানা গিয়েছে, প্রায় দশ বছর আগে হরিপালে বিয়ে হয়েছিল আশার। শ্বশুরবাড়ির অশান্তির জেরে কয়েক বছর আগেই মেয়েকে নিয়ে ফিরে এসেছিলেন বাপের বাড়িতে। গত চার বছর সেখানেই বসবাস করছিলেন মা-মেয়ে।
পরিবারের দাবি, আশার বাপের বাড়ির সকলেই এনুমারেশন ফর্ম পেলেও তিনি পাননি। শ্বশুরবাড়ির সঙ্গে যোগাযোগ না থাকায় সেখানে তাঁর নাম রয়েছে কি না, সেটাও জানা সম্ভব হয়নি। এই নিয়েই মানসিক চাপে পড়েছিলেন তিনি। অবশেষে শনিবার সকালে বিষ খেয়ে আত্মহত্যার চেষ্টা করেন মা ও মেয়ে।
দু’জনকে প্রথমে ধনিয়াখালি গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়, পরে স্থানান্তরিত করা হয় এসএসকেএম-এ। সোমবার সকালে সেখানেই মৃত্যু হয় আশার।
আশার দাদা অমর মুর্মু বলেন, “বিয়ের পর থেকে ওর নাম ছিল শ্বশুরবাড়ির ভোটার তালিকায়। এখানে কিছু না থাকায় এসআইআর ফর্ম পায়নি। আমি অনলাইনে ফর্ম বার করতে বলেছিলাম, কিন্তু দিদি খুব দুশ্চিন্তায় ছিল।”
ধনেখালির বিধায়ক অসীমা পাত্র জানিয়েছেন, “অভিষেক বন্দ্যোপাধ্যায় বিষয়টি জানার পরেই চিকিৎসার সব ব্যবস্থা করেন। পরিবারের পাশে থাকার আশ্বাসও দিয়েছেন।”










