Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুজোর আগে আসানসোলে পুরনিগমের উদ্যোগে ‘স্বয়ংসিদ্ধা’ মেলা

দুর্গাপুজোর আগে আসানসোলে পুরনিগমের উদ্যোগে ‘স্বয়ংসিদ্ধা’ মেলা

আসানসোল: বাংলার সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। সেই দুর্গাপুজোর আগে, আসানসোল পুরনিগম আসানসোলের রবীন্দ্র ভবনে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একটি মেলার আয়োজন করেছে । মেলার নামকরণ করা হয়েছে ‘স্বয়ং সিদ্ধা’।

এই মেলায় ২৬টি স্টল রয়েছে। আসানসোল পুরনিগমের স্বনির্ভর গোষ্ঠীর মহিলারা জিনিসপত্র তৈরি করেছেন। সেইসব কিছু দুর্গাপূজার আগে তারা এখানে বিক্রি করবেন। এই মেলা বৃহস্পতিবার থেকে শুরু হল। আগামী ২১ সেপ্টেম্বর পর্যন্ত এই মেলা চলবে।

বৃহস্পতিবার এই মেলার উদ্বোধনে মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, ইন্দ্রাণী মিশ্র, বোরো চেয়ারম্যান উৎপল সিনহা সহ আসানসোল পুরনিগমের অন্যান্য আধিকারিকরা উপস্থিত ছিলেন।

সাংবাদিকদের এই বিষয়ে গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, দুর্গাপূজার আগে স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের জন্য একটি মেলার আয়োজন করা হয়েছে, যেখানে ২৬টি স্টল স্থাপন করা হয়েছে। এখানে মহিলারা কিছু না কিছু জিনিসপত্র তৈরি করেছেন যাতে তারা দুর্গাপূজার আগে কিছু আর্থিক সহায়তা পেতে পারেন। তিনি জনগণকে সর্বাধিক সংখ্যায় স্টলে এসে এখান থেকে কেনাকাটা করার জন্য অনুরোধ করেন।

মেয়র পারিষদ ইন্দ্রাণী মিশ্র বলেন, দুর্গাপুজোয় যা যা লাগে তা মেলায় রয়েছে। স্বনির্ভর গোষ্ঠীর মেয়েরা যাতে লাভবান হয়, তাই পুজোর আগে এই মেলার আয়োজন করা হয়েছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *