অন্ডাল : পরকীয়া সম্পর্ক রয়েছে, এই সন্দেহে স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় ফেলে ধারালো অস্ত্র দিয়ে কোপালো স্বামী। পায়েল গোপ নামে আহত ওই মহিলাকে আহত অবস্থায় ভর্তি করা হয় আসানসোল জেলা হাসপাতালে।
অভিযুক্ত স্বামী পিন্টু গোপকে গ্রেফতার করেছে অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ । শনিবার সকালে ঘটনাটি ঘটেছে অন্ডাল থানার হরিপুর বাজার এলাকায় ।
শনিবার সাতসকালে ধারালো অস্ত্র নিয়ে এক মহিলাকে কোপানোর ঘটনায় হইচই পড়ে যায় হরিপুর বাজার এলাকায় । রক্তাক্ত অবস্থায় রাস্তার উপর বসে স্ত্রী । পাশে ছুরি হাতে দাঁড়িয়ে তার স্বামী । সেই সময় বাজারে থাকা লোকজনেরা আক্রমণকারী স্বামীর হাত থেকে উদ্ধার করে আহত মহিলাকে । পরে চিকিৎসার জন্য মহিলাকে নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে । পুলিশ এসে অভিযুক্ত স্বামীকে আটক করে নিয়ে যায় অন্ডাল থানার বনবহাল ফাঁড়ির পুলিশ। পরে তাকে গ্রেফতার করা হয় ।
জানা গেছে, ছোঁড়া গ্রামের বাসিন্দা পিন্টু গোপের সাথে বছর আটেক আগে বিয়ে হয় খান্দরা পঞ্চায়েতের সিঁদুলির বাসিন্দা পায়েল গোপের । গোপ দম্পতির রয়েছে দুটি সন্তান। তার মধ্যে একটি মেয়ে, একটি ছেলে । পিন্টু একটি মিষ্টির দোকানে কর্মচারী হিসাবে কাজ করে । আর পায়েল স্বাস্থ্যকর্মী হিসেবে কাজ করে একটি বেসরকারি হাসপাতালে । ছোঁড়া গ্রামে বাড়ি হলেও পিন্টু পরিবার নিয়ে ইসিএলের একটি আবাসন ভাড়া নিয়ে থাকতো। বেশ কিছুদিন ধরে স্ত্রীর পরকীয়া সম্পর্ক রয়েছে বলে সন্দেহ করতো পিন্টু । এই নিয়ে তাদের মধ্যে ছিল দাম্পত্য কলহও ।
অন্যদিনের মতো শনিবার সকালে কর্মস্থলে যাওয়ার জন্য পায়েল স্কুটি নিয়ে বাড়ি থেকে বের হয়। বাড়ি থেকে তার পিছু নেয় স্বামী পিন্টু । হরিপুর বাজার এলাকায় পৌঁছানোর পর ধারালো অস্ত্র নিয়ে পায়েলের উপর ঝাঁপিয়ে পড়ে পিন্টু । ঘটনাটি দেখে বাজারে থাকা লোকজনেরা হতচকিত হয়ে পড়েন। পিন্টু তার হাতে থাকা ধারালো অস্ত্র দিয়ে স্ত্রীকে প্রকাশ্য রাস্তায় ফেলে কোপাতে থাকে। তা দেখে বেশ কয়েকজন দৌড়ে আসেন। তারা কোনও মতে পিন্টুকে নিরস্ত্র করেন । ঘটনার খবর পেয়ে ঘটনস্থলে পৌঁছায় বনবহাল ফাঁড়ির পুলিশ । আহত মহিলাকে উদ্ধার করে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয় আসানসোল জেলা হাসপাতালে । পিন্টুকে আটকে করে ফাঁড়িতে নিয়ে যায় পুলিশ ।
সাতসকালে এমন ঘটনা ঘটায় আতঙ্ক ছড়িয়ে পড়ে হরিপুর বাজার এলাকায়। পুলিশ জানায়, দাম্পত্য কলহ থেকে এই ঘটনা ঘটেছে। স্বামীকে গ্রেফতার করা হয়েছে। গোটা ঘটনার তদন্ত শুরু করা হয়েছে।










