উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সুন্দরবন :শনিবার সকাল থেকে মান্দাস ভাসানো উৎসবে মাতল এলাকাবাসী।
দক্ষিণ ২৪ পরগনা জেলার বিভিন্ন প্রান্তে হিন্দু ধর্মের রীতিনীতি মেনে ভাদ্র মাসে মান্দাস ভাসানো একটি চলন হয়ে দাঁড়িয়েছে।
মূলত মনসা পূজা উপলক্ষে শনি ও মঙ্গলবার দিনটিকে বেছে নেয় হাজার হাজার মানুষ।শনিবার দেখা গেল পাথরপ্রতিমা ব্লকের মেহেরপুর আমরা সবাইয়ের পরিচালনায় সকাল থেকে মান্দাস ভাসানোর দৃশ্য, যেখানে জাতি-ধর্ম-বর্ণ নির্বিশেষে পুরুষ মহিলা বিভিন্ন অঙ্গভঙ্গিতে ডিজে মাইকের গানের সঙ্গে সঙ্গে নাচতে নাচতে নদীর ঘাটের দিকে এগিয়ে যাচ্ছে।
প্রশাসনের নির্দেশ মেনে ডিজে মাইকের সাউন্ড কমিয়ে এই মান্দাস ভাসানো চলছে বলে জানা গিয়েছে। মান্দাস ভাসানো হয় এদিন গোবদিয়া নদীতে।










