আসানসোল : পশ্চিম বর্ধমান জেলার আসানসোল সাবডিভিশন বা মহকুমার আওতাধীন ৪টি ব্লক (সালানপুর, বারাবনি, জামুরিয়া ও রানিগঞ্জ) ও আসানসোল পুরনিগম এলাকায় আসন্ন কালীপুজোর বিসর্জন ও ছটপুজোর জন্য পুকুর ও ঘাট নিয়ে বুধবার প্রশাসনিক স্তরে একটি বৈঠক করেন আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য।
ভার্চুয়ালি হওয়া এই বৈঠক আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের এসিপি ( সেন্ট্রাল ১, সেন্ট্রাল ২, হিরাপুর ও কুলটি), আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস চট্টোপাধ্যায়, ৯টি থানার আইসি এবং ওসি ছাড়াও পুরনিগমের সহকারী ইঞ্জিনিয়ার ছিলেন।
এই প্রসঙ্গে পরে মহকুমাশাসক (সদর) বলেন, কালীপুজোর বিসর্জন ও ছটপুজোর জন্য পুকুর ও ঘাট পরিষ্কার, ঘাটের দিকে যাওয়ার রাস্তার রক্ষণাবেক্ষণ এবং ঘাট এলাকার আলোকসজ্জা এবং আইন শৃঙ্খলা বজায় রাখা সহ নানা এই বৈঠক আলোচনা করা হয়েছে। সিভিল ডিফেন্সের ভলেন্টিয়ার বা স্বেচ্ছাসেবক, কুইক রেসপন্স বা কিউআরটি টিম এবং সংশ্লিষ্ট থানা এলাকায় প্রয়োজন অনুসারে নৌকার ব্যবস্থাও করা হবে। এরসাথে থাকবে পুলিশ। কারা কী কী কাজ কবরেন, তা জানিয়ে দেওয়া হয়েছে। ইতিমধ্যেই আসানসোল পুরনিগমের ডেপুটি মেয়র ও মেয়র পারিষদরা পুর এলাকার পুকুর ও ঘাট পরিদর্শন করছেন। প্রশাসন ও পুলিশ তাদের মতো করে পরিদর্শন করবে।
তিনি আরো বলেন, কালীপুজোর বিসর্জনের জন্য আসানসোল পুরনিগম এলাকায় ১১৮ টি ও চারটি ব্লকে ৬৫ টি পুকুর নির্দিষ্ট রয়েছে। এর পাশাপাশি ছটপুজোর জন্য আসানসোল পুরনিগম এলাকায় ১২৬ টি ও চারটি ব্লকে ৬৩ টু পুকুর ও ঘাট রয়েছে।