Home / খবর / জেলায় জেলায় / আসানসোল ডিভিশনে অ্যালার্ম চেন টানার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ৩ মাসে গ্রেফতার ৩৭১ জন

আসানসোল ডিভিশনে অ্যালার্ম চেন টানার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা, ৩ মাসে গ্রেফতার ৩৭১ জন

আসানসোল : যাত্রী নিরাপত্তা সুদৃঢ় করা এবং ট্রেন চলাচলের সময় বজায় রাখার লক্ষ্যে বিশেষ উদ্যোগের অংশ হিসেবে, পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেলওয়ে সুরক্ষা বাহিনী বা আরপিএফ অ্যালার্ম চেন টানার অপব্যবহারের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।

বলা হয়েছে, অকারণে অ্যালার্ম চেন টানা হলে ট্রেন চলাচল বিঘ্নিত হয়। যাত্রীদের ভোগান্তি বাড়ে এবং নিরাপত্তা ঝুঁকি তৈরি হয়। এই প্রেক্ষিতে, ২০২৫ সালের ১ জুন থেকে ৩১ আগস্ট পর্যন্ত আসানসোল ডিভিশনের অ্যালার্ম চেন টানার অপব্যবহারের মোট ৩৮৬টি মামলা নথিভুক্ত করা হয়েছে। এর মধ্যে ৩৭১ জন অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে। তাদের বিরুদ্ধে ১৯৮৯ সালের রেলওয়ে আইনের ১৪১ নং ধারা অনুযায়ী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই সমস্যাটিকে নিয়ন্ত্রণে আনতে আসানসোল ডিভিশনের আরপিএফের তরফ ট্রেনে তদারকি জোরদার করা হয়েছে। সিসিটিভি নজরদারি আরও শক্তিশালী করা হয়েছে। স্টেশন ও ট্রেনে নিয়মিত অভিযান চালানো হচ্ছে । এসব পদক্ষেপ অপ্রয়োজনীয় ব্যাঘাত কমানো এবং ট্রেন পরিষেবার সময়নিষ্ঠতা রক্ষা করতে সহায়ক হয়েছে।

যাত্রীদের উদ্দেশ্যে বিশেষভাবে জানানো হচ্ছে যে, অ্যালার্ম চেন শুধুমাত্র প্রকৃত জরুরি পরিস্থিতিতে, যেমন চিকিৎসা, নিরাপত্তা সংক্রান্ত বিপদ অথবা অন্য কোনো গুরুতর প্রয়োজনে ব্যবহার করা উচিত। এই ব্যবস্থার অপব্যবহার একটি শাস্তিযোগ্য অপরাধ, যার ফলস্বরূপ গ্রেফতার এবং যাত্রা বাতিলের মতো কঠোর পরিণতি হতে পারে।

আসানসোল ডিভিশন সকল যাত্রীকে দায়িত্বশীল আচরণ করার আহ্বান জানাচ্ছে, যাতে শৃঙ্খলা, নিরাপত্তা ও নির্বিঘ্নে ট্রেন চলাচল বজায় থাকে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *