Home / খবর / জেলায় জেলায় / অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০টি বন্দুক-সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি

অন্ডাল স্টেশনে রাজ্য পুলিশের এসটিএফের হানা, ১০টি বন্দুক-সহ পাকড়াও বিহারের অস্ত্র কারবারি

screenshot 20250821 181938~2

অন্ডাল: আগে থেকেই গোপন সূত্রে খবর মিলেছিল। সেই মতো তক্কে তক্কে থেকে বৃহস্পতিবার সকালে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স বা এসটিএফের হানায় ধরা পড়লো আন্তঃরাজ্য এক অস্ত্র কারবারি।

জানা গেছে, এক সপ্তাহ আগেই এই হানা দেওয়ার কথা ছিল এসটিএফের। অস্ত্র কারবারি কবে, কখন আসবে অস্ত্র পাচার করতে, তা জানা গেছিলো। সেই মতো নজরদারিও চলছিলো। শেষ পর্যন্ত কয়েক দিন অপেক্ষার পর টানা নজরদারি চালিয়ে এসটিএফের দল পূর্ব রেলের আসানসোল ডিভিশনের অন্ডাল স্টেশনে হানা দেয়। ৬ নং প্ল্যাটফর্মে ট্রেন থেকে ১০ টি বন্দুক নিয়ে নামতেই আশরাফুল আনসারি ওরফে চানা নামের ঐ অস্ত্র পাচারকারীকে গ্রেফতার করে এসটিএফ। উদ্ধার করা হয় পাচারের আগেই ঐসব আগ্নেয়াস্ত্র।

জানা গেছে, এই সব আগ্নেয়াস্ত্র অন্ডালে স্টেশনে নামিয়ে সড়কপথে উখড়ায় পৌঁছে দেওয়ার কথা ছিল এই অস্ত্র কারবারির। নিজেই সে এই কথা জানিয়েছে। ধৃত ব্যক্তি বিহারের বাঁকা জেলার শাসনের বাসিন্দা বলে জানা গেছে। এসটিএফের অফিসাররা ধৃতকে জিজ্ঞাসাবাদ করে জানার চেষ্টা করছে কোথা থেকে এইসব আগ্নেয়াস্ত্র নিয়ে আসা হচ্ছিল ও কোথায় পাচার করার কথা ছিল।

screenshot 20250821 182306~2

এই প্রসঙ্গে এক অফিসার বলেন, এসটিএফের কাছে আগেই এই অস্ত্র কারবারির খবর চলে এসেছিলো। তাই ফাঁদ পাতা হয়েছিলো। ধৃতকে জেরা করা হচ্ছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *