বার্নপুর : হোম লোন বা গৃহঋণ নিয়ে পরিশোধ না করার অভিযোগে, আদালতের নির্দেশে এক ব্যক্তির বাড়ির দখল নিল বা ক্রোক করল একটি রাষ্ট্রায়ত্ব ব্যাঙ্ক।
জানা গেছে, আসানসোলের বার্নপুরের চিত্রা মোড় সংলগ্ন গ্যালাক্সি মল এলাকার বাসিন্দা জনৈক সৈয়দ সালাউদ্দিন প্রায় পাঁচ বছর আগে ইন্ডিয়ান ব্যাংকের শাখা থেকে একটি গৃহঋণ নিয়েছিলেন। তবে, তিনি কিস্তি পরিশোধ করেননি। যার ফলে তার ব্যাঙ্কের কাছে ১৮ লক্ষ টাকা বকেয়া হয়ে যায়।
ইন্ডিয়ান ব্যাংকের তরফে তাকে নোটিশ পাঠানো হয়েছিল। কিন্তু, তারপরেও, তিনি ঋণ পরিশোধের জন্য কোনও পদক্ষেপ নেননি। এরপরে, ইন্ডিয়ান ব্যাংক কর্তৃপক্ষ আসানসোল আদালতের দ্বারস্থ হয়। এরপর আসানসোল আদালতের নির্দেশে ইন্ডিয়ান ব্যাংক সৈয়দ সালাউদ্দিনের বাড়ির দখল নেয়।
সাংবাদিকদের এ বিষয়ে অবহিত করে, ইন্ডিয়ান ব্যাংকের জোনাল অফিসের চীফ ম্যানেজার প্রবীণ কুমার বলেন, সৈয়দ সালাউদ্দিন প্রায় পাঁচ বছর আগে একটি গৃহঋণ নিয়েছিলেন। বর্তমানে তার ১৮ লক্ষ টাকা বকেয়া রয়েছে । ব্যাংক তাকে এই টাকা পরিশোধের জন্য নোটিশ দিয়েছিল। যার কোনও জবাব তিনি দেননি। এরপর ব্যাংক যথাযথ আইনি ব্যবস্থা নেয়। নির্দিষ্ট আইনের অধীনে আসানসোল আদালতের নির্দেশে এদিন তার বাড়ি বাজেয়াপ্ত করা হয়েছে। এই অভিযানে হিরাপুর থানার পুলিশের পাশাপাশি ছিলেন রিকভারি এজেন্ট রাজীব বন্দোপাধ্যায়, আইনজীবী সৌকত আলি ও সন্তোষ চৌধুরী।










