Home / খবর / জেলায় জেলায় / ডিএভি স্কুলের পড়ুয়াদের সেবামূলক কাজে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি রূপনারায়ণপুরে

ডিএভি স্কুলের পড়ুয়াদের সেবামূলক কাজে উৎসাহিত করতে বিশেষ কর্মসূচি রূপনারায়ণপুরে

রূপনারায়ণপুর: আলো ও আশার উৎসব দীপাবলির আগে ডিএভি পাবলিক স্কুল সমাজকল্যাণমূলক কর্মসূচির আয়োজন করে ১৮ অক্টোবর । নার্সারি থেকে দ্বাদশ শ্রেণি পর্যন্ত সমস্ত শ্রেণির ছাত্রছাত্রীরা উৎসাহের সঙ্গে অংশগ্রহণ করে। তারা এলাকার অন্তর্গত দরিদ্র ও অসহায় মানুষদের মধ্যে মিষ্টি এবং পোশাক বিতরণ করে।

এই মহতী উদ্যোগে যেমন প্রাপকদের মুখে আনন্দ ও আশীর্বাদের আলো ফুটে ওঠে, তেমনই ছাত্রছাত্রীদের মধ্যে দায়িত্ববোধ, ভ্রাতৃত্ববোধ ও মানবিক মূল্যবোধের বিকাশ ঘটে। সমাজের প্রতি এই সেবামূলক কাজে অংশগ্রহণ করে তারা সহানুভূতি ও সহৃদয়তার অমূল্য শিক্ষা অর্জন করে।

ছাত্রছাত্রীরা হলুদকানালি, পূর্ব রাঙামাটিয়া (বিডিও অফিসের কাছে), পশ্চিম রাঙামাটিয়া, মহাবীর কলোনি, মালবহাল, হাসিপাহাড়ি কুষ্ঠ কলোনি, পশ্চিম রাঙামাটিয়া গুলগুলিয়া পাড়া, মালবহাল আদিবাসীপাড়া ও ন্যাকড়াজড়িয়া আদিবাসীপাড়ায় গিয়ে আনন্দ ও সুখের বার্তা ছড়িয়ে দেয়।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *