উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়: কুলতলির শ্যামনগর এলাকায় চাঞ্চল্যকর ঘটনা। শ্বশুর ও শাশুড়িকে কুপিয়ে খুনের চেষ্টার অভিযোগে গ্রেফতার করা হয়েছে এক যুবককে। ধৃতের নাম কালিদাস নস্কর, তার বাড়ি কুলতলি থানার দোলবাড়ি এলাকায়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, সাত মাস আগে জগদীশ দাসের মেয়ে সুস্মিতা দাসের সঙ্গে কালিদাসের বিয়ে হয়। বিয়ের পর থেকেই পারিবারিক অশান্তি চলছিল। সেই কারণে কিছুদিন আগে সুস্মিতা বাপের বাড়ি ফিরে আসেন।
মঙ্গলবার রাতে কালিদাস নস্কর শ্বশুরবাড়িতে গিয়ে স্ত্রী সুস্মিতার সঙ্গে ঝগড়া শুরু করে এবং তাকে হত্যার চেষ্টা করে বলে অভিযোগ। স্ত্রী চিৎকার করলে শ্বশুর-শাশুড়ি ছুটে আসেন। তখন কালিদাস তাঁদের উপর এলোপাতাড়ি ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে।
চিৎকার শুনে প্রতিবেশীরা ছুটে এসে কালিদাসকে ধরে ফেলে এবং পুলিশকে খবর দেয়। পুলিশ গিয়ে তাকে গ্রেফতার করে। গুরুতর আহত সুস্মিতার বাবা ও মাকে জয়নগর-কুলতলি ব্লক গ্রামীণ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বর্তমানে তারা সেখানেই চিকিৎসাধীন।
ধৃতকে বুধবার বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হয়। পুরো ঘটনার তদন্ত শুরু করেছে কুলতলি থানার পুলিশ।