উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,বারুইপুর: বারুইপুরের ইন্দ্রপালা এলাকায় অমানবিকতার ছবি উঠে এল। বৃদ্ধ মাকে নৃশংস ভাবে মারধর করে মুখ ফাটিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে তারই গুনধর ছেলে স্বপন দে ও তার স্ত্রীর বিরুদ্ধে। আক্রান্ত বৃদ্ধার নাম বিমলা দে।
বৃদ্ধার অভিযোগের ভিত্তিতে তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ। মঙ্গলবার বৃদ্ধা বিমলা দে বলেন, বহুদিন ধরেই বড় ছেলে স্বপন দে এবং পুত্রবধূ তাঁর ওপর শারীরিক ও মানসিক অত্যাচার চালাচ্ছিল। এমনকি তাঁকে খাওয়ার সঠিক ব্যবস্থা দেওয়া হতো না উল্টে নানান সময় অপমান হেনস্থা ও মারধর করা হতো।
একাধিকবার প্রকাশ্যে চলে আসায় প্রতিবেশীদের উপস্থিতিতে পাড়ায় সালিশি সভা বসেছিল কিন্তু কোনোভাবেই ছেলের অত্যাচার থেকে মুক্তি পাননি তিনি।তার অভিযোগ অনুযায়ী মঙ্গলবার সকালে পরিস্থিতি চরম পর্যায় পৌঁছায়। সামান্য বিষয়কে কেন্দ্র করে ছেলে ও বউমা মিলে বৃদ্ধাকে বেধড়ক মারধর করেন অভিযোগ। ছেলে মার মুখ ফাটিয়ে দেন। চিৎকার শুনে ছোট ছেলে মাকে বাঁচাতে ছুটে এলে তাকে ও মারধর করা হয় বলে অভিযোগ।
এই পরিস্থিতিতে শেষ পর্যন্ত বারুইপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেন বৃদ্ধা বিমালা দে। অভিযোগের পরেই তদন্ত শুরু করেছে বারুইপুর থানার পুলিশ।