উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, মহেশতলা: ভাইফোঁটার দিন মহেশতলায় দেখা গেল এক অনন্য মানবিক চিত্র। দক্ষিণ ২৪ পরগনার মহেশতলা পুরসভার ৩২ নম্বর ওয়ার্ডের নুঙ্গি স্টেশন রোডের গুমো সরদারপাড়ায় স্থানীয় মহিলা বৃন্দের উদ্যোগে প্রায় ৩৫ জন অসহায় শিশুকে ভাইফোঁটা দিয়ে খাওয়ানো হলো পুষ্টিকর খাবার, দেওয়া হলো উপহার ও স্কুল ব্যাগ।
এদিন ছিল ভাতৃদ্বিতীয়া, তাই দিনটিকে বিশেষভাবে স্মরণীয় করে তুলতে মহিলারা শিশুদের সঙ্গে উদযাপন করেন ভাইফোঁটা উৎসব। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ড. পবিত্র মিত্রসহ এলাকার বিশিষ্ট ব্যক্তিত্বরা।
প্রতি বছরের মতো এ বছরও তাদের ১২তম বর্ষের শ্যামাপূজা উপলক্ষে আয়োজিত হয়েছিল বিভিন্ন সামাজিক কর্মসূচি ও শিশুদের নিয়ে বসে আঁকা প্রতিযোগিতা। এরপর ভাইফোঁটার অনুষ্ঠানে মহিলা সদস্যারা নিজ হাতে শিশুদের ফোঁটা দিয়ে মিষ্টিমুখ করান ও উপহার প্রদান করেন।
অঙ্কুর সংস্থার শিশুদের মুখে আনন্দের হাসি ফোটে উপহার ও খাবার পেয়ে। মহিলাদের এই মানবিক উদ্যোগে মুগ্ধ স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “ভাইফোঁটার এই দিনে এমন এক সুন্দর প্রয়াস সমাজে সত্যিই এক উদাহরণ।”










