Home / খবর / জেলায় জেলায় / ষষ্ঠ শ্রেণির ছাত্র আল্লাডি রামচন্দ্রপুরে গড়েছে অপরূপ দুর্গা প্রতিমা, ক্ষুদের দল মেতেছে প্রাণের পুজোয়

ষষ্ঠ শ্রেণির ছাত্র আল্লাডি রামচন্দ্রপুরে গড়েছে অপরূপ দুর্গা প্রতিমা, ক্ষুদের দল মেতেছে প্রাণের পুজোয়

সালানপুর : শহরে মন মাতানো বিশাল বিশাল মণ্ডপ, দুর্গা প্রতিমা, আলোকমালায় সুসজ্জিত চতুর্দিক। একের পর এক থিম পুজোর প্রতিযোগিতা। কে কাকে টেক্কা দিয়ে সেরা পুজোর পুরস্কার তুলে আনবে নিজেদের মণ্ডপে!

ঠিক তখন সালানপুর ব্লকের প্রত্যন্ত গ্রাম রামচন্দ্রপুরের ছোট্টো ছেলে এক মাসের প্রচেষ্টায় তৈরি করেছে সম্পূর্ণ দুর্গা প্রতিমা। নিজেই মণ্ডপ করেছে কাপড় দিয়ে, এক্কেবারে ছোট আকারে।

অষ্টমীর সন্ধ্যায় মণ্ডপ ঘিরে আনন্দে মাতোয়ারা হয়ে আছে পৃথ্বীরাজ মণ্ডল এবং ওর সহযোগী আবীর চৌধুরী, দীপ মণ্ডল, সুপর্ণা মণ্ডল আর ওদের দু’একজন অভিভাবক। চিত্তরঞ্জন-আসানসোল রোডে আল্লাডি মোড় থেকে সিধাবাড়ি যাওয়ার পথে রাস্তার পাশে ওরা আনন্দ করছে।

কথা বলে জানা গেল, পৃথ্বীরাজ বছরের অন্য সময় সরস্বতী, লক্ষ্মী প্রতিমা তৈরি করে পুজোর আয়োজন করে। ছোট্ট এই মণ্ডপের সঙ্গে আলো ও বক্সের ব্যবস্থাও করেছে এই ক্ষুদের দল। পরিপাটি করা এই আয়োজন না দেখলে বিশ্বাসই করা যাবে না।

জানা গেল, লকডাউনের সময় থেকে পৃথ্বীরাজের এই ভাবনার উদয় হয় এবং তখন থেকে পড়াশোনা সহ অন্যান্য কাজ সামলে রূপণারায়ণপুর ডি এ ভি স্কুলের ষষ্ঠ শ্রেণির ছাত্র পড়ার চাপের মধ্যেও ছবি আঁকার প্রশিক্ষণ নিচ্ছে এবং অসাধারণ শিল্প ভাবনার স্বাক্ষর রেখে চলেছে।

পৃথ্বীরাজের বন্ধুরা – আবীর সপ্তম শ্রেণির ছাত্র (আছড়া যজ্ঞেশ্বর), সুপর্ণা চতুর্থ শ্রেণিতে পড়ে, দীপ চতুর্থ শ্রেণিতে পাঠরত। এরা পড়াশোনা সামলে অসাধারণ এই শিল্প সৃষ্টির মধ্যে নিজেদের নিয়োজিত করে রেখেছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *