নিম্নচাপের জেরে অবিরাম বৃষ্টি আর জলাধার থেকে জল ছাড়ার ফলে শনিবার ভোর থেকেই দ্রুত ফুলে উঠছে পশ্চিম মেদিনীপুরের নদীগুলি। শিলাবতী, কেঠিয়া ও ঝুমিতে বিপদসীমার উপর দিয়ে জল বইতে শুরু করেছে। ফলে লক্ষ্মীপূজোর আগেই ঘাটাল ও চন্দ্রকোনা মহকুমায় ফের প্লাবনের আশঙ্কা দেখা দিয়েছে। পুজোর মরশুমে এর আগে ইতিমধ্যেই পাঁচবার প্লাবিত হয়েছে এই এলাকা।
শনিবার দুপুর নাগাদ চন্দ্রকোনা-১ ব্লকের ক্ষীরপাই অঞ্চলে কেঠিয়া নদীর পরিস্থিতি খতিয়ে দেখেন ঘাটালের মহকুমাশাসক সুমন বিশ্বাস ও বিডিও কৃষ্ণেন্দু বিশ্বাস। প্রশাসনের তরফে জানানো হয়েছে, কেঠিয়ার বাঁকা পয়েন্টে বিপদসীমার অনেক উপরে জল বইছে, পাশাপাশি শিলাবতীতেও জলের স্তর ক্রমশ বাড়ছে।
ইতিমধ্যেই হ্যান্ড মাইকে এলাকা জুড়ে সতর্কতা প্রচার শুরু করেছে প্রশাসন। বাসিন্দাদের নিরাপদ আশ্রয়ে সরে যেতে এবং মাটির বাড়িতে না থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সাপের উপদ্রব ও প্রবল স্রোতের কারণে নদীতে নামা ও মাছ ধরায় নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।
প্রয়োজনে দ্রুত উদ্ধার ও ত্রাণের ব্যবস্থা করতে ঘাটাল মহকুমায় ৩০টি ত্রাণ শিবির ফের চালুর প্রস্তুতি নিয়েছে প্রশাসন। সেখানে খাবার ও ওষুধ মজুত রাখা হচ্ছে। ইতিমধ্যেই খোলা হয়েছে একাধিক কন্ট্রোল রুমও।