Home / খবর / জেলায় জেলায় / জলপাইগুড়িতে অ্যালঝাইমার্স নিয়ে সেমিনার, প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয়ের বার্তা

জলপাইগুড়িতে অ্যালঝাইমার্স নিয়ে সেমিনার, প্রাথমিক পর্যায়েই রোগ নির্ণয়ের বার্তা

screenshot 20250818 090303~2

জলপাইগুড়ি: রবিবার সন্ধ্যায় সায়েন্স অ্যান্ড নেচার ক্লাব ভবনে অনুষ্ঠিত হলো ‘ব্রেন ইমেজিং অ্যান্ড অ্যালঝাইমার্স ডিজিজ’ বিষয়ক সেমিনার।

অনুষ্ঠানে বক্তৃতা করেন পেনসিলভানিয়া বিশ্ববিদ্যালয়ের বায়ো-ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক সন্ধিৎসু রঞ্জন দাস। তিনি জানান, অ্যালঝাইমার্স রোগে স্মৃতি, চিন্তাশক্তি, সিদ্ধান্ত গ্রহণ এবং ব্যক্তিত্ব মারাত্মকভাবে প্রভাবিত হয়। ব্রেন ইমেজিং প্রযুক্তির মাধ্যমে এ রোগকে প্রাথমিক পর্যায়েই শনাক্ত করা সম্ভব হলেও স্থায়ী চিকিৎসা এখনও নেই। তবে থেরাপি ও নিয়মিত পরিচর্যার মাধ্যমে রোগ নিয়ন্ত্রণ সম্ভব বলে তিনি উল্লেখ করেন।

আয়োজক সংস্থার সম্পাদক রাজা রাউত বলেন, পরিবেশ ছাড়াও বিজ্ঞান ও চিকিৎসা সংক্রান্ত বিষয়ে প্রতি মাসেই সেমিনার করা হচ্ছে। অ্যালঝাইমার্স-সহ নানাবিষয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা বৃদ্ধিই তাঁদের মূল লক্ষ্য।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *