Home / খবর / জেলায় জেলায় / দুর্গাপুজোয় বাড়তি নিরাপত্তা, জেলায় নামছে অতিরিক্ত প্রায় ১৫ হাজার পুলিশ

দুর্গাপুজোয় বাড়তি নিরাপত্তা, জেলায় নামছে অতিরিক্ত প্রায় ১৫ হাজার পুলিশ

কোলফিল্ড টাইমস: একেবারে দোরগোড়ায় বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। মহালয়ার পর থেকেই সেজে উঠবে শহর থেকে শহরতলি। রাতভর রঙিন আলোয় মেতে উঠবে মানুষ। আর সেই ভিড় সামলাতে ইতিমধ্যেই আঁটসাঁট নিরাপত্তা পরিকল্পনা নিল রাজ্য পুলিশ।

রাজ্য পুলিশের এডিজি (আইনশৃঙ্খলা) জাভেদ শামিম শুক্রবার জানিয়েছেন, জেলায় জেলায় ১০ থেকে ১৫ হাজার অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে। শুধু পুজোর দিনগুলো নয়, পুজো-পরবর্তী কার্নিভাল ঘিরেও বাড়তি নজর থাকবে। শামিম বলেন, “বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো। দর্শনার্থীদের সুরক্ষা দেওয়া আমাদের দায়িত্ব। একটি নির্ভাবনা ও আনন্দমুখর পুজো উপহার দেওয়ার জন্য আমরা তৈরি।”

মহালয়া থেকেই রাজ্যের নানা ঘাটে নিরাপত্তার পাশাপাশি ভিড় নিয়ন্ত্রণে মোতায়েন হবে বিশাল পুলিশ বাহিনী। প্রতিটি জেলায় পুজোর পরিসর অনুযায়ী মোতায়েন করা হবে ফোর্স। হেডকোয়ার্টারের পাশাপাশি হোমগার্ড, এনসিসি ও স্থানীয় স্বেচ্ছাসেবকরাও থাকবেন মাঠে। ট্রাফিক সচল রাখতে আগাম প্রস্তুতি নেওয়া হয়েছে।

কলকাতা ও আশপাশের পাশাপাশি নজর থাকছে রানাঘাটের মতো ভিড়প্রবণ এলাকায়। কল্যাণী আইটিআই মোড় বা অভিযান সংঘের মতো জনপ্রিয় মণ্ডপগুলিতেও বিশেষ নজর রাখবে পুলিশ। শামিম বলেন, “রানাঘাট অনেক ভিড় টানে। আগে থেকে হোমওয়ার্ক করা থাকলে ভিড় সামলানো কঠিন হবে না।”

পুজোর মরশুম পেরিয়ে আসে কার্নিভাল। কলকাতা থেকে জেলা জুড়ে বিভিন্ন কার্নিভালে উপচে পড়া ভিড়ের কথা মাথায় রেখে সেই দিনগুলিতেও কড়া নিরাপত্তা থাকবে। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে বিশেষ মোতায়েনের প্রস্তুতি নিচ্ছে পুলিশ।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *