Home / খবর / জেলায় জেলায় / কুলটির নিষিদ্ধ পল্লিতে ১০ গ্রাম মাদক-সহ গ্রেফতার স্কুটি চালক

কুলটির নিষিদ্ধ পল্লিতে ১০ গ্রাম মাদক-সহ গ্রেফতার স্কুটি চালক

কুলটি : আসানসোলের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ির লছিপুর যৌন পল্লীতে মাদক বা ড্রাগস বিক্রি করতে আসা এক স্কুটি চালককে গ্রেফতার করল পুলিশ।

প্রায় ১০গ্রাম ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসা ধৃত আফতাব আলম আসানসোলের হিরাপুর থানার ইসমাইলের বাসিন্দা। বৃহস্পতিবার সন্ধ্যার এই ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।

জানা গেছে, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ গোপন সূত্র মারফত জানতে পারে এক ব্যক্তি আসানসোল থেকে স্কুটি করে লছিপুর যৌন পল্লীতে ড্রাগস বিক্রি করার উদ্দেশ্যে আসছে। এরপর কুলটি থানার নিয়ামতপুর ফাঁড়ি পুলিশ লছিপুর সংলগ্ন জিটি রোডে স্কুটি চালকে আটক করে। তল্লাশিতে স্কুটি চালক আফতাব আলমের কাছ থেকে প্রায় ১০গ্রাম ড্রাগস বা হিরোইন, নগদ ৩ হাজার টাকা, ড্রাগস ওজন করার একটি ছোট্ট মেশিন উদ্ধার করে পুলিশ। এরপর আফতাবকে গ্রেফতার করা হয়। খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন কুলটি থানার ইনচার্জ কৃষ্ণেন্দু দত্ত ও নিয়ামতপুর ফাঁড়ি ইনচার্জ অখিল মুখোপাধ্যায়।

পুলিশ আধিকারিকরা জানান, ধৃতকে জেরা করে জানার চেষ্টা করা হচ্ছে, তার সঙ্গে এই কারবারে আর কারা কারা যুক্ত আছে।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *