আসানসোল : ‘অপারেশন নানহে ফরিস্তে’-এর অভিযানে পূর্ব রেলওয়ের হাওড়া এবং আসানসোল ডিভিশনের আরপিএফের অফিসাররা শনিবার হাওড়া এবং আসানসোল স্টেশন থেকে চারজন নাবালককে উদ্ধার করে।
আরপিএফের তরফে পরবর্তী ব্যবস্থা নেওয়ার জন্য তাদেরকে সংশ্লিষ্ট চাইল্ড হেল্প লাইনের কাছে হস্তান্তর করা হয়।
আরপিএফ সূত্রে জানা, তাদের মধ্যে একজন ছেলে তার বাবা-মাকে না জানিয়ে বাড়ি থেকে পালিয়েছিল। অন্যদিকে তিনটি মেয়ে বাবা-মায়ের অজান্তেই চাকরির জন্য বেঙ্গালুরুতে যাওয়ার চেষ্টা করছিল। আরপিএফের তৎপরতায় এই চারজনকেই উদ্ধার করা হয়।