আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের রেল সুরক্ষা বাহিনী বা আরপিএফ সতর্কতার পরিচয় দিয়ে শুক্রবার সকালে মধুপুর স্টেশনে “নানহে ফরিস্তে ” অভিযানে ১১ বছরের এক নাবালককে উদ্ধার করে।
জানা গেছে, এদিন সকাল সাড়ে নটা নাগাদ মধুপুর স্টেশনের প্ল্যাটফর্ম নং ৩/৪ এ টহল চলাকালীন আরপিএফের কর্মীরা এক নাবালককে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখেন। আরপিএফের কর্মীরা তাকে সন্দেহজনক অবস্থায় ধরে জিজ্ঞাসাবাদ করেন। নাবালককে খুবই বিভ্রান্ত দেখায়। সে প্রথমে কিছুই স্পষ্টভাবে বলতে পারেনি। পরে সে নিজের নাম জানায় আকাশ কুমার, পিতা কৃষ্ণ সিংহ, গ্রাম গুলজারপুর, সাহার, জেলা- আরা (বিহার)।
আকাশ জানায়, আরা থেকে ফুলওয়ারি শরীফে (পাটনা) বোনের সঙ্গে দেখা করতে আসার পথে ভুলবশত অন্য ট্রেনে উঠে মধুপুরে চলে এসেছে।
নাবালক উদ্ধারের কথা জানিয়ে এরপরে আরপিএফের তরফে সঙ্গে সঙ্গে চাইল্ডলাইন-দেওঘর এবং এনজিও ” আশ্রয়” র সঙ্গে যোগাযোগ করা হয়। সকাল প্রায় সাড়ে দশটা নাগাদ দুই সংস্থার প্রতিনিধি মধুপুর আরপিএফের পোস্টে উপস্থিত হন। প্রয়োজনীয় আইনি প্রক্রিয়া সম্পন্ন করার পর শিশুটিকে নিরাপদে চাইল্ড ওয়েলফেয়ার কমিটি, দেওঘর-এর হাতে চাইল্ডলাইনের মাধ্যমে তুলে দেওয়া হয়। চাইল্ডলাইন তরফে নাবালকের পরিবারের কাছেও খবর পৌঁছে দেওয়া হয়।