আরজি কর মেডিক্যাল কলেজের প্রাক্তন ছাত্রী অনিন্দিতা সরেনের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় মালদহ পুলিশ আটক করল তাঁর প্রেমিক উজ্জ্বল সরেনকে। শনিবার রাতে তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেয় পুলিশ।
শুক্রবার দুপুরে দক্ষিণ দিনাজপুরের বালুরঘাটের বাসিন্দা অনিন্দিতার মৃত্যু হয়। পরিবারের অভিযোগ, প্রেমিকই তাঁকে বিষ খাইয়ে খুন করেছেন। অনিন্দিতার মা আল্পনা টুডুর দাবি, পুরীতে মন্দিরে বিয়ে করেছিলেন অনিন্দিতা ও উজ্জ্বল। সম্প্রতি অনিন্দিতা অন্তঃসত্ত্বা হয়ে পড়ায় সামাজিক মতে বিয়ের জন্য চাপ দিতে থাকেন তিনি। কিন্তু উজ্জ্বল রাজি না হয়ে গর্ভপাত করাতে বাধ্য করেন তাঁকে। এর জেরে সম্পর্কে টানাপড়েন তৈরি হয়।
দিন চারেক আগে অনিন্দিতা মালদায় প্রেমিকের সঙ্গে দেখা করতে যান। শুক্রবার পরিবারকে ফোনে জানানো হয়, তিনি অসুস্থ। সেখানে গিয়ে পরিবারের লোকেরা দেখেন অনিন্দিতার মুখ থেকে ফেনা বেরোচ্ছে। পরে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।
মালদহ জেলা পুলিশ সুপার প্রদীপকুমার যাদব জানান, মূল অভিযুক্তকে আটক করা হয়েছে এবং তাঁকে জিজ্ঞাসাবাদ চলছে।