Home / খবর / জেলায় জেলায় / মিথ্যে মামলায় ফাঁসানো, শাসানি-সহ একাধিক অভিযোগ, সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে জেলাশাসককে নালিশ এলাকার বাসিন্দাদের

মিথ্যে মামলায় ফাঁসানো, শাসানি-সহ একাধিক অভিযোগ, সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে জেলাশাসককে নালিশ এলাকার বাসিন্দাদের

আসানসোল: পুলিশি অত্যাচার, মিথ্যা মামলায় ফাঁসানো, অভিযানের নামে মাঝরাতে বাড়িতে গিয়ে শাসানি-সহ বিভিন্ন অভিযোগ জানিয়ে সোমবার সকালে আসানসোলে পশ্চিম বর্ধমান জেলাশাসকের কার্যালয়ের সামনে বসে বিক্ষোভ দেখালেন সালানপুরের বাসিন্দারা। পরে তাঁরা দাবি সম্বলিত একটি স্মারকলিপি দেন জেলাশাসককে। আসানসোল-দুর্গাপুর পুলিশ কমিশনারেটের সালানপুর থানার পুলিশের বিরুদ্ধে এই অভিযোগ।

প্রসঙ্গত, কয়েকদিন আগে ট্রাকের ধাক্কায় এক মোটরবাইক চালক পেশায় বিমা সংস্থার এজেন্টের মৃত্যুর ঘটনায় উত্তাল হয়েছিল সালানপুরের দেন্দুয়া এলাকা। ক্ষতিপূরণ ও চাকরির দাবিতে প্রায় ১৮ ঘণ্টা ধরে রাস্তা অবরোধ করে বিক্ষোভ অবরোধ চলে। এই বিক্ষোভ তুলতে পুলিশকে লাঠিচার্জ করতে হয়। এরপরে এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করে সালানপুর থানার পুলিশ। আরও কয়েকজনের খোঁজে তল্লাশি চালানো হয়।

এই ঘটনার প্রেক্ষিতে সালানপুর থানার পুলিশ সূত্রে বলা হয়েছে, সেদিন বিক্ষোভ অবরোধের সময় পুলিশের উপর হামলা ও ইট ছোঁড়া হয়েছিল। এর ফলে একাধিক পুলিশ জখম হন। এই ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ বাকিদের খোঁজে তল্লাশি চালানো হচ্ছে।

সালানপুর থানার পুলিশের তরফে, তল্লাশির নামে রাতে অভিযানে গিয়ে শাসানি, মিথ্যে মামলায় ফাঁসানো ও অত্যাচারের অভিযোগ অস্বীকার করা হয়েছে।

তবে এই অভিযোগ নিয়ে পুলিশের দাবি এই ধরনের কোনো ঘটনা ঘটেনি। নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতেই পুলিশ ঘটনার তদন্ত করছে।

এদিন জেলাশাসকের কাছে অভিযোগ করতে আসা কল্পনা মাহাতো লিখিত অভিযোগে বলেন, তাঁর ছেলে অমর মাহাতোকে মিথ্যা মামলায় ফাঁসানোর চেষ্টা করছে পুলিশ। পাশাপাশি মাঝরাতে বাড়িতে গিয়ে অভিযানের নামে শাসানো হচ্ছে। এর আগেও তাঁর ছেলেকে মিথ্যা মামলায় ফাঁসানো হয়েছিল। এইসব অভিযোগ তুলে তিনি এ দিন জেলাশাসকের দফতরে লিখিত স্মারকলিপি জমা দেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *