আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনে রেল বোর্ডের নির্দেশ মতো সমস্ত লাইসেন্সপ্রাপ্ত ক্যাটারিং বিক্রেতাদের কমলা ট্যাগযুক্ত কিউআর কোড-ভিত্তিক আইডি কার্ড দেওয়া শুরু
হল।
এই পদক্ষেপের লক্ষ্য হল স্টেশন এবং ট্রেনে অবৈধ বিক্রি বন্ধ করা। উদ্দেশ্য হল সঠিক স্বাস্থ্যবিধি নিশ্চিত করার পাশাপাশি যাত্রীদের নিরাপদ এবং নির্ভরযোগ্য ক্যাটারিং পরিষেবা প্রদান করা।
প্রতিটি বিক্রেতা আইডি কার্ডে একটি অনন্য কিউআর কোড থাকবে। যা স্ক্যান করে তাৎক্ষণিকভাবে নাম, লাইসেন্সধারী, আধার নম্বর, পুলিশ যাচাইকরণ বা ভেরিফিকেশন এবং মেডিকেল ফিটনেস সার্টিফিকেটের মতো বিক্রেতার বিবরণ নিশ্চিত করা যাবে। শুধুমাত্র সেই বিক্রেতারা পুলিশ যাচাইকরণ এবং মেডিকেল ফিটনেস পরীক্ষায় সফলভাবে উত্তীর্ণ যাত্রীদের পরিষেবা দেওয়ার অনুমতি পাবেন।
ডিউটিতে থাকাকালীন বিক্রেতাদের কমলা ট্যাগযুক্ত কিউআর কোড আইডি কার্ড স্পষ্টভাবে দেখাতে হবে।
যাত্রীদের পরামর্শ দেওয়া হচ্ছে যে, তারা কেবলমাত্র সেইসব বিক্রেতাদের কাছ থেকে খাবার এবং অন্যান্য জিনিসপত্র কিনতে, যাদের অফিসিয়াল কমলা ট্যাগযুক্ত কিউআর কোড আইডি কার্ড রয়েছে। কোনও অননুমোদিত বিক্রেতা বা এই ধরনের বিক্রয় রেল কর্তৃপক্ষকে জানাতে হবে।
রেলের তরফে বলা হয়েছে, এই উদ্যোগটি ক্যাটারিং পরিষেবার মান উন্নত করতে, উন্নত স্বাস্থ্যবিধি বজায় রাখতে এবং সমস্ত যাত্রীদের জন্য একটি নিরাপদ, আরো আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে সহায়তা করবে।