Home / বিনোদন / জয়নগরের পুজোয় মহানায়ক স্মরণ, মণ্ডপ মুখরিত হবে উত্তমকুমার অভিনীত ছবির গানে

জয়নগরের পুজোয় মহানায়ক স্মরণ, মণ্ডপ মুখরিত হবে উত্তমকুমার অভিনীত ছবির গানে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: এবারের দুর্গাপুজো জয়নগরে রঙিন হতে চলেছে মহানায়ক উত্তমকুমারের স্মৃতিচারণায়। জন্ম শতবর্ষ উপলক্ষে সপ্তমীর দিন জয়নগরের বিভিন্ন পুজো মণ্ডপে বাজানো হবে তাঁর অভিনীত ছবির কালজয়ী সব গান।

কয়েক বছর আগে হেমন্ত মুখোপাধ্যায়ের জন্ম শতবর্ষে প্রথমবার এমন উদ্যোগ নিয়েছিল জয়নগর থানার পুজো কমিটিগুলি। পরে সত্যজিৎ রায়ের জন্ম শতবর্ষেও একইভাবে শ্রদ্ধা জানানো হয়েছিল। সেই ধারাবাহিকতাতেই এ বছর মহানায়ককে শ্রদ্ধা জানাতে এগিয়ে এসেছে শহরের পুজো উদ্যোক্তারা।

সোমবার জয়নগর শিবনাথ শাস্ত্রী সদনে আয়োজিত এক অনুষ্ঠানে জয়চণ্ডীতলা সর্বজনীন দুর্গোৎসব কমিটির সম্পাদক চন্দন চট্টোপাধ্যায় প্রস্তাব দেন, সপ্তমীর দিন প্রতিটি মণ্ডপে দিনভর উত্তমকুমারের গান বাজানো হোক। উপস্থিত কর্মকর্তারা হাততালি দিয়ে প্রস্তাবে সমর্থন জানান। চন্দনবাবু বলেন, “হেমন্তময় পুজোর পর এ বার উত্তমময় পুজো হবে। উত্তমকুমার বাঙালির অন্যতম সেরা আইকন। তাঁর গান বাজানোই আজকের আবহে এক বিশেষ বার্তা।”

শুধু গান নয়, মহানায়ককে ঘিরে আরও নানা পরিকল্পনা নিয়েছে স্থানীয় পুজো কমিটিগুলি। এদিনের প্রস্তাবকে সমর্থন করে বিধায়ক বিশ্বনাথ দাসও সব মণ্ডপকে আহ্বান জানিয়েছেন, যেন পুজোয় মহানায়ককে স্মরণ করা হয়।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *