উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,জয়নগর : আর কদিন পর বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো।চলছে শেষ মূহুর্তের কাজ। বৃহস্পতিবার বিকালে বকুলতলা থানার উদ্যোগে নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমে বকুলতলা থানা এলাকার ৫৩ টি পুজো কমিটির সদস্যদের হাতে পুজো অনুদানের চেক তুলে দেওয়া হয়।
এদিন এই চেক বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিমপীঠ রামকৃষ্ণ আশ্রমের সম্পাদক স্বামী সদানন্দজী মহারাজ,জয়নগর সি আই সুবীর ঢালি,জয়নগর বিধানসভার বিধায়ক বিশ্বনাথ দাস,বকুলতলা থানার ওসি প্রদীপ রায়,জয়নগর দু নম্বর বিডিও মনোজিত বসু,জয়নগর-২ বিডিও অফিসের বড়বাবু প্রশান্ত কুমার গায়েন,সমাজসেবী তুহিন বিশ্বাস সহ আরো অনেকে।
এদিন প্রশাসনের পক্ষ থেকে চেক তুলে দেওয়ার পাশাপাশি পুজোয় সরকারি নিয়ম মানা ও ডিজে সাউন্ড বাজানো যাতে না হয় সেদিকে বিশেষ নজর দেওয়ার কথা উল্লেখ করা হয়। আর মুখ্যমন্ত্রীর এই মানবিক উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন বকুলতলা থানা এলাকা মানুষ জন।