কোলফিল্ড টাইমস সংবাদদাতা,আসানসোল: রাজ্য সরকারের তরফে গত দুবছর ধরে দুর্গাপুজোর পর রাজ্য জুড়ে দুর্গাপুজো কার্নিভালের আয়োজন করা হচ্ছে। এই বছরের পুজোর কার্নিভাল তৃতীয় বছরে পড়ল। এর আগে এই কার্নিভাল শুধুমাত্র কলকাতায় অনুষ্ঠিত হতো। কিন্তু এখন এটি রাজ্য জুড়ে সব জেলায় অনুষ্ঠিত হচ্ছে। আগামী শনিবার (৪ অক্টোবর) পশ্চিম বর্ধমান জেলার আসানসোল এবং দুর্গাপুরে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে।
আসানসোলের পুজোর কার্নিভাল হবে বার্নপুর রোডে। পুলিশ লাইনের ঠিক সামনে মুল স্টেজ তৈরি করা হয়েছে। তার চূড়ান্ত প্রস্তুতি চলছে। শনিবার সকালে পশ্চিম বর্ধমানের জেলাশাসক এস পোন্নাবলমের নেতৃত্বে জেলা প্রশাসন, আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেট ও আসানসোল পুরনিগমের একটি দল কার্নিভাল এলাকা পরিদর্শন করেন। অন্যদের মধ্যে ছিলেন পশ্চিম পশ্চিম বর্ধমানের অতিরিক্ত জেলাশাসক সঞ্জয় পাল, আসানসোলের মহকুমাশাসক (সদর) বিশ্বজিৎ ভট্টাচার্য, আসানসোল দুর্গাপুরের ডিসিপি ( সেন্ট্রাল) ধ্রুব দাস, আসানসোল পুরনিগমের মেয়র পারিষদ গুরুদাস ওরফে রকেট চট্টোপাধ্যায়। তাঁরা চূড়ান্ত প্রস্তুতি নিয়ে পর্যালোচনা করেন। যাঁরা কাজ করছেন, তাঁদের সঙ্গে পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা কথা বলেন।
পরে, জেলাশাসক বলেন, শনিবার আসানসোল এবং দুর্গাপুরে পুজোর কার্নিভাল অনুষ্ঠিত হবে। আসানসোলে ১৫টি দুর্গাপুজো কমিটি কার্নিভালে অংশগ্রহণ করবে। এর প্রস্তুতি প্রায় সম্পন্ন। শুক্রবার রাতের মধ্যে সব কাজ শেষ করা হবে। তিনি আরো বলেন, শনিবার বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। এরজন্য বৃষ্টি থেকে কার্নিভাল দেখতে আসা মানুষদের জন্য কিছু জায়গায় শেড তৈরি করা হচ্ছে। জেলা প্রশাসন পুজোর কার্নিভালের জন্য সম্পূর্ণ প্রস্তুত রয়েছে। আসানসোল দুর্গাপুর পুলিশ পুজোর কার্নিভালের জন্য বার্নপুর রোড ও তার আশেপাশের এলাকার ট্র্যাফিক নিয়ন্ত্রনে প্রয়োজনীয় ব্যবস্থার জন্য সতর্ক রয়েছে। দুটি দমকলের ইঞ্জিনও থাকবে। এর পাশাপাশি অ্যাম্বুলেন্স, চিকিৎসা পরিষেবা, জলের ব্যবস্থা এবং শৌচাগারের ব্যবস্থা থাকবে। যাতে কার্নিভাল দেখতে আসা কেউ কোনও ধরণের সমস্যার সম্মুখীন না হন।
আসানসোল পুরনিগমের গুরুদাস চট্টোপাধ্যায় বলেন, প্রতি বছরের মতো এ বছরও আসানসোলে কার্নিভালের আয়োজন করা হচ্ছে। দুর্গাপুজোর পরে এটি আসানসোলের সবচেয়ে বড় উৎসব। গত বছর ১২টি কমিটি কার্নিভালের অংশ নিয়ে ছিল। এ বছর কমিটির সংখ্যা ১৫টি। তিনি আরও বলেন, ২০ হাজার মানুষ যাতে এই কার্নিভাল দেখতে পারে, তার ব্যবস্থা করা হয়েছে। গত দুদিনের আবহাওয়া দেখে তিনি মনে করেন যে, এতো মানুষ নাও আসতে পারে। তবে যারা আসবে, তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা করা হয়েছে। গুরুদাসবাবু বলেন, আবহাওয়া অনুকূলে নেই। তবে তিনি আত্মবিশ্বাসী যে শনিবার আবহাওয়ার উন্নতি হবে। পুজোর কার্নিভাল ভালোভাবেই হবে।