জামুড়িয়া : পানীয়জলের দাবিতে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে সোমবার সকালে বিক্ষোভ দেখালেন আসানসোলের জামুড়িয়ার খাস কেন্দা এলাকার বাসিন্দারা।
এই ঘটনাকে কেন্দ্র করে গোটা এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। পুলিশের আশ্বাসে আধঘন্টা পরে রাস্তা অবরোধ উঠে গেলে স্বাভাবিক হয় পরিস্থিতি।
জানা গেছে, জামুড়িয়ার খাস কেন্দা এলাকায় আসানসোলের বার্নপুরের কালাঝরিয়ার জল প্রকল্প থেকে জল সরবরাহ করা হতো। কিন্তু সেই জল প্রকল্পের বেশ কয়েক মাস আগে ভেঙে পড়ে। যে কারণে ওই এলাকায় এখনও পানীয়জল সরবরাহ স্বাভাবিক হয়নি। তাই পানীয়জল সরবরাহ স্বাভাবিক করার দাবিতে এদিন সকাল থেকে ৬০ নম্বর জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ আন্দোলন শুরু করে সেই এলাকার বাসিন্দারা।
বিক্ষোভকারীদের দাবি, এলাকায় অনিয়মিত জল সরবরাহ করা হচ্ছে। এলাকায় মাঝে মধ্যে ট্যাঙ্কার করে পানীয়জল জল সরবরাহ করা হচ্ছে। কখনো সেই পানীয়জল সরবরাহ হচ্ছে না ও পর্যাপ্ত জল দেওয়া হচ্ছে না এলাকায়। এর ফলে গোটা এলাকায় চরম জল সংকট দেখা দিয়েছে। এই বিষয় নিয়ে বেশ কয়েক দফায় প্রশাসনের নানান স্তরে জানানো হলেও কোন কাজের কাজ হয়নি। শেষ পর্যন্ত এলাকার বাসিন্দারা সোমবার সকাল সাড়ে দশটা থেকে জাতীয় সড়ক অবরোধ করে বিক্ষোভ দেখানো শুরু করেন।
সেই বিক্ষোভের খবর জানতে পেরে দ্রুত এলাকায় পৌঁছায় জামুরিয়া থানার কেন্দা ফাঁড়ির পুলিশ। কেন্দা ফাঁড়ির আইসি বিক্ষোভকারীদের বলেন, আমি এ বিষয়ে সমষ্টি উন্নয়ন আধিকারিক বা বিডিও ও পানীয় জল সরবরাহের দায়িত্বে থাকা আধিকারিকদের সঙ্গে কথা বলেছি। তারা জল সরবরাহ যাতে পর্যাপ্ত হয় ও দ্রুত স্বাভাবিক হয় সে বিষয়ে উদ্যোগ নেবেন বলে আশ্বাস দিয়েছেন। এরপরই বিক্ষোভ অবরোধ উঠে গিয়ে স্বাভাবিক হয় পরিস্থিতি।