Home / খবর / জেলায় জেলায় / জলাভূমি বেআইনি ভাবে ভরাটের প্রতিবাদ করায় খুনের হুমকি প্রতিবাদী প্রবীণদের সোনারপুরে

জলাভূমি বেআইনি ভাবে ভরাটের প্রতিবাদ করায় খুনের হুমকি প্রতিবাদী প্রবীণদের সোনারপুরে

উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়,সোনারপুর : জলাভূমি ভরাটের বিরোধিতা করায় প্রবীণদের খুনের হুমকি সোনারপুরে

এলাকার জলাভূমি ভরাট বন্ধ করতে গিয়ে হুমকির মুখে পড়লেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। তাঁদের গুলি করে খুনের হুমকি দেওয়ার অভিযোগ উঠল জমি মাফিয়াদের বিরুদ্ধে।আর এই ঘটনায় চাঞ্চল্য ছড়াল এলাকায়।

এলাকার জলাভূমি ভরাট বন্ধ করতে গিয়ে হুমকির মুখে পড়লেন বেশ কয়েকজন প্রবীণ নাগরিক। এতে আতঙ্কে রয়েছেন ওই নাগরিকরা। যদিও দমে যাননি তাঁরা। এই ঘটনার কথা পুরসভা ও থানায় বিষয়টি জানিয়েছেন। এরপরই ভরাটের কাজ বন্ধ করে দেওয়া হয়েছে। যাঁরা হুমকি দিয়েছেন, তাঁদের খোঁজ শুরু করেছে নরেন্দ্রপুর থানা।

বৃহস্পতিবার প্ল্যাকার্ড নিয়ে বিক্ষোভ দেখান প্রতিবাদীরা। ঘটনাটি রাজপুর সোনারপুর পুরসভার ৬ নম্বর ওয়ার্ডের বোয়ালিয়া উজ্জয়নী মোড়ের।জানা গিয়েছে, ওই এলাকায় জলাভূমি বুজিয়ে নির্মাণ করার পরিকল্পনা নিয়েছিল অসাধু প্রোমোটারদের একটি চক্র। রাতে মাটি ফেলে জলাভূমি বোজানো শুরুও হয়েছিল। একটি অংশে মাটি ফেলাও হয়ে গিয়ে ছিল। সেটা জানতে পেরেই স্থানীয় কিছু প্রবীণ মানুষ প্রতিবাদকরেন। তখনই তাঁদের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে।

প্রতিবাদী প্রবীণরা বলেন, ওঁরা বলছেন, এই জায়গা ভরাট হবেই।কেউ আটকাতে পারবে না। প্রয়োজনে গুলি করে দেব। এরপর থেকে আমরা ভয়ে আছি। কয়েকদিন বাড়ি থেকে বেরোতে পারিনি।

এদিকে, বুধবার রাতেও জলাভূমিটি ভরাট হচ্ছিল। তখন এলাকাবাসীরা পুরসভায় খবর দেন।পুরসভার চেয়ারম্যান ডা: পল্লব দাস বলেন, খবর পেয়েই আমরা লোক পাঠিয়ে কাজ বন্ধ করেছি। থানায় অভিযোগ করা হয়েছে। কারা এই কাজ করছেন, জানি না। তবে জলাভূমিকে আগের চেহারায় ফেরানোর উদ্যোগ নেওয়া হবে। এমন জলাভূমি ভরাটের বা প্রশাসনের তা রুখে দেওয়ার ঘটনা নতুন নয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা কাজ বন্ধ করতে গিয়ে খুনের হুমকি পাচ্ছেন, এটা একপ্রকার নজিরবিহীন বলেই মনে করা হচ্ছে।

যদিও প্রতিবাদীরা এই ঘটনার পরও নিজেদের অবস্থানে অনড়। কোন ও মতেই জলাভূমি ভরাট হতে দেবেন না বলে জানিয়েছেন তারা।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *