রানিগঞ্জ : বার্নস কারখানার শ্রমিক ধাওড়ার বস্তি থেকে রেলের উচ্ছেদ অভিযানের প্রতিবাদে সোচ্চার হয়ে রানিগঞ্জ স্টেশন মাস্টারের কাছে ডেপুটেশন দিল পশ্চিমবঙ্গ বস্তি উন্নয়ন সমিতি। সঙ্গে ছিল সিআইটিইউ।
বস্তিবাসীরা দাবি করেন, তাদেরকে বার্ণসের ধাওড়া বস্তি থেকে উচ্ছেদ করা চলবে না। ডেপুটেশন কর্মসূচির চলাকালীন রেল স্টেশনের বাইরে বস্তি এলাকার বাসিন্দা মহিলা ও পুরুষ ব্যপক অংশের মানুষের ক্ষোভ আছড়ে পড়ে। এদিন বিক্ষোভ সভায় বক্তব্য রাখেন বস্তি উন্নয়ন সমিতি পশ্চিম বর্ধমান জেলা সম্পাদক সঞ্জয় প্রামাণিক, সৌমিত্র সিনহা, শ্রমিক নেতা উমাপদ গোপ, হেমন্ত প্রভাকর ও রামকৃষ্ণ চট্টোপাধ্যায়।
এদিনের এই সভা পরিচালনা করেন শ্রমিক নেতা রানিগঞ্জের প্রাক্তন বিধায়ক রুনু দত্ত। নেতৃত্বরা এদিন সভায় বক্তব্য রাখতে গিয়ে বলেন, বার্ণস কারখানার শ্রমিক বস্তিতে দীর্ঘকাল ধরে ওইসব মানুষেরা বসবাস করছেন। রেল বার্ণসের ৫৪০ একর জমি অধিগ্রহণ করে উচ্ছেদের নোটিশ দিচ্ছে। প্রশ্ন উঠছে, বার্ণসের এই জমি লিজ নেওয়া জমি। লিজ হোল্ড জমি বিক্রি হয় কিভাবে ? উচ্ছেদের বিরুদ্ধে বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান সিটু ও বস্তি উন্নয়ন সমিতির নেতৃবৃন্দ।
ডেপুটেশন নেওয়ার পরে রানিগঞ্জের স্টেশন মাস্টার বলেন, বস্তি উন্নয়ন সমিতির দাবি সম্বলিত স্মারক লিপি পূর্ব রেলের আসানসোল ডিভিশনের ডিআরএমকে পাঠানো হবে।










