রানিগঞ্জ : একটি নামী কোম্পানির লোগো ব্যবহার করে নকল সরষের তেল তৈরি করে খোলা বাজারে সরবরাহ করার অভিযোগ উঠলো।
আসানসোলের রানিগঞ্জ থানার গীর্জা পাড়ায় এক তেল মিলে নামি কোম্পানির লোগো লাগানো তেলের টিন পাওয়া যায়।
জানা গেছে, শুক্রবার রাতে আসানসোল দুর্গাপুর পুলিশ কমিশনারেটের রানিগঞ্জ থানার পুলিশ ওই নামী কোম্পানির লিগাল টিমকে সঙ্গে নিয়ে গীর্জা পাড়ায় মোদী ওয়েল মিল নামে এক তেল মিলে অতর্কিতে হানা দেয়। সেখান থেকে ১০২ টিন ওই কোম্পানির সর্ষের তেল রাখা ছিল টিনের মধ্যে। পুলিশ সেই তেলের টিন বাজেয়াপ্ত করে। যদিও সেই সময় সুযোগ বুঝে ওই তেল মিলের মালিক বিনোদ মোদী চম্পট দেন।
পরে ওই কোম্পানির লিগ্যাল টিমের সদস্যরা দাবি করেছেন, ওই কোম্পানির দুটি ব্র্যান্ডের তেলের টিনে স্থানীয় সরষের তেল ভরে তা বাজারে সরবরাহ করা হতো। সাধারণ ক্রেতাদের অনেকেই সেই তেল নামী কোম্পানির তেল মনে করে সহজেই তা কিনতেন। যা সম্পূর্ণভাবে বেআইনি ও আইন বিরুদ্ধ। এ বিষয়ে তাঁরা স্থানীয় মার্কেটে খোঁজ করে জানতে পারেন।
এরপর এই ব্যাপারে রানিগঞ্জ থানায় ওই কোম্পানির তরফে লিখিত অভিযোগ দায়ের করা হয়। সেই অভিযোগের ভিত্তিতে রানিগঞ্জ থানার ইন্সপেক্টর ইনচার্জ বিকাশ দত্তের নির্দেশে পুলিশের একটি দল শুক্রবার রাতে ওই তেল মিলে অভিযান চালায়। যেখানে তারা বিপুল পরিমাণে এই ভোজ্য তেল উদ্ধার করেন।
পুলিশের তরফে বলা হয়েছে, ওই কোম্পানির তরফে অভিযোগ দায়ের করার পরেই এই অভিযান চালানো হয়। বাজেয়াপ্ত করা তেল ল্যাবে পরীক্ষা করা হবে। তাতে যদি অভিযোগ সত্য বলে প্রমাণিত হয়, তাহলে তেল মিল মালিকের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।










