উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, বারুইপুর : ট্রেনের টিকিট দেখতে চাওয়ায় এক মহিলা টিকিট পরীক্ষকের মুখে গরম ঘুগনি ছুড়ে মারলেন এক মহিলা যাত্রী। আর এই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে শনিবার শিয়ালদহ দক্ষিণ শাখার বারুইপুর স্টেশনে। এই ঘটনার পর পাকড়াও করা হয়েছে অভিযুক্ত সাইদা বিবিকে।
শনিবার বেলায় বারুইপুর জংশনের ২ নম্বর প্লাটফর্মে দাঁড়িয়েছিল শিয়ালদহগামী আপ বারুইপুর লোকাল।মহিলা টিটি পূজা কুমারী ওই ট্রেনের মহিলা কামরায় টিকিট পরীক্ষার জন্য উঠেছিলেন। ওই সময়ের প্রত্যক্ষদর্শীরা বলেন, অভিযুক্ত সাইদা বিবি ও তাঁর এক সঙ্গী ওই ট্রেনের কামরায় বসেছিলেন। দু’জনেই গরম ঘুগনি খাচ্ছিলেন। সেসময় টিকিট পরীক্ষক পূজা কুমারী তাঁদের কাছে গিয়ে বৈধ টিকিট দেখতে চেয়েছিলেন। আর তাতেই নেমে এল ঘোর বিপদ।
অভিযোগ, আচমকাই গরম ঘুগনি মহিলা টিটিই-র মুখে ছুড়ে মারেন সাইদা বিবি। চোখমুখ কার্যত জ্বলে যায় তাঁর। কষ্টে আর্তনাদ করে ওঠেন টিকিট পরীক্ষক পূজা কুমারী।আর এই ঘটনার আকস্মিকতায় অন্যান্য যাত্রীরাও হতবাক হয়ে যান। যদিও ওই ঘটনার পরে নিজেকে সামলে অভিযুক্ত যাত্রীকে পাকড়াও করে রাখেন টিকিট পরীক্ষক।ট্রেন থেকে তাঁকে নামানো হয়।
খবর পেয়ে আরপিএফ জওয়ানরাও ঘটনাস্থলে চলে আসেন। জানা যায়, অভিযুক্ত সাইদা বিবি সুভাষগ্রামের বাসিন্দা। তাঁর কাছে সুভাষগ্রাম থেকে শিয়ালদহ পর্যন্ত বৈধ টিকিট ছিল। কিন্তু বারুইপুর পর্যন্ত যাওয়া কিংবা সেখান থেকে শিয়ালদহমুখী কোনও স্টেশনে যাওয়ার টিকিট তাঁরা দেখাতে পারেননি।
গোটা ঘটনা জানিয়ে বারুইপুর জিআরপিতে অভিযোগ দায়ের করেন আক্রান্ত মহিলা টিটিই। তার ভিত্তিতে অভিযুক্তকে প্রথম আটক ও পরে গ্রেফতার করা হয়। যদিও সাইদা বিবি নিজের কাজের জন্য ভুল স্বীকার করেছেন। তবে ওই যাত্রীর কঠোর শাস্তির দাবি জানিয়েছেন ওই রেল টিকিট পরীক্ষক পূজা কুমারী। এই ঘটনায় রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছে।