জলপাইগুড়ি: জেলা সদরে এসে কমবেশি ২৪৭ কোটি টাকার শতাধিক প্রকল্পের উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এর পাশাপাশি, সভা থেকে ৯০টি প্রকল্পের শিলান্যাসও করেন তিনি। চা শ্রমিকদের জমির পাট্টাও দিলেন মুখ্যমন্ত্রী।
বুধবার দুপুরে শহরের এবিপিসি ময়দানে ঢাক-মাদলের তালে সভাস্থলে মুখ্যমন্ত্রীকে বরণ করে নেওয়া হয়। হাজির ছিলেন মন্ত্রী অরূপ বিশ্বাস, শিলিগুড়ির মেয়র গৌতম দেব, জিটিএ প্রধান অনীত থাপা-সহ অন্যরা। ছিলেন মুখ্য সচিব সহ আমলা ও প্রশাসনিক কর্তারাও।
এ দিন শহরে ঢোকার মুখে তেঁতুলতলা কালীমন্দিরের সামনে গাড়ি থেকে নেমে অপেক্ষমান জনতার উদ্দেশ্যে হাত নেড়ে পাশে থাকার বার্তা দেন মুখ্যমন্ত্রী। তৃতীয় লিঙ্গের সদস্যরাও এ দিন স্বাগত জানান মুখ্যমন্ত্রীকে। শিরিষতলা থেকে কলেজপাড়া হয়ে সভাস্থলে আসেন তিনি। কুড়ি হাজারেরও বেশি পরিযায়ী শ্রমিক রাজ্যে ফিরেছেন। তাদের জন্য শ্রমশ্রী প্রকল্প চালু হয়েছে বলেও জানান তিনি। এদিন একাধিক সামাজিক প্রকল্পের সুবিধে উপভোক্তাদের মাঝে বিলি করেন মুখ্যমন্ত্রী।