Home / খবর / জেলায় জেলায় / সাফাইকর্মীদের ন্যায্য দাবিতে সরব সংগঠন, স্থানীয়দের অগ্রাধিকার ও বেতনবৃদ্ধির দাবি ভীম বাসফোরের

সাফাইকর্মীদের ন্যায্য দাবিতে সরব সংগঠন, স্থানীয়দের অগ্রাধিকার ও বেতনবৃদ্ধির দাবি ভীম বাসফোরের

অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: মেডিকেল কলেজ ও হাসপাতাল, সার্কিট বেঞ্চ-সহ সরকারি কাজে সরাসরি বা চুক্তিভিত্তিক সাফাইকর্মী নিয়োগে এই সম্প্রদায়ের স্থানীয়দেরই অগ্রাধিকার দিতে হবে। ভূমিহীন সাফাইকর্মীদের পাট্টা প্রদান, কর্মরতদের বেতনক্রম বৃদ্ধি ও ছুটির সুব্যবস্থা করতে হবে প্রশাসন ও সরকারকে। সদর শহরে এসে এমন দাবিই করলেন সাফাইকর্মীদের সংগঠনের উত্তর-পূর্বের সভাপতি ভীম বাসফোর। সঙ্গে ছিলেন সংগঠনের রাজ্য সভাপতি রোহন বাসফোর। বুধবার বিকেলে শহরের রায়কতপাড়ায় সাফাইকর্মীদের এক কলোনিতে গিয়ে সবার সঙ্গে নানা সমস্যা নিয়ে আলোচনা করলেন নেতারা।

তিনদিনের ঝটিকা সফরে শহরে এসেছেন ভীম ও রোহন বাসফোর। এই ক’দিনে শহর ও লাগোয়া এলাকার সাফাইকর্মীদের কলোনি গুলি ঘুরেও দেখবেন তারা৷ বৃহস্পতিবার জেলাশাসকের সঙ্গেও দেখা করার কথা রয়েছে বলে জানালেন ভীম বাসফোর। এ দিন শহরের সাফাইকর্মীদের একাংশের সঙ্গে একাধিক সমস্যা নিয়ে কথা বলেন তারা। সমাধানেরও আশ্বাস দেন৷ মাধ্যমিকের পাশ-ফেল কে ভিত্তি করে কলোনি গুলিতে চাকরি প্রার্থীদের তালিকা তৈরিরও নিদান দিলেন তিনি।

এ দিনের আলোচনা সভায় মিঠু বাসফোর ও অজয় বাসফোর অভিযোগ জানান, কর্মবন্ধু প্রকল্পে বেতন অত্যন্ত কম। হাসপাতালে কম লোক দিয়ে বেশি কাজ করানো হচ্ছে। শারীরিক অসুস্থতায় ছুটি নিলে বেতন ঠিকাদার কেটে নিচ্ছে বলেও অভিযোগ করেন তারা। ভীম বাসফোর বলেন, “এ রাজ্যের মুখ্যমন্ত্রী ভালো কাজ করলেও বাকিরা তা করছেন না। উত্তরবঙ্গ উন্নয়ন দফতর থাকা সত্ত্বেও এদের কলোনি গুলির পরিকাঠামোগত উন্নয়ন হয়নি। অবসরের পরে যাতে চুক্তিভিত্তিক সাফাইকর্মীরাও এককালীন টাকা পান সেটাও নিশ্চিত করতে হবে। জেলাশাসক, বিধায়ক, জেলা মুখ্য স্বাস্থ্য আধিকারিকদেরও আমি ওদের বিষয়টি দেখার অনুরোধ করছি।” ভীম জানান, দু’মাস বাদে আবারও এসে পরিস্থিতির খোঁজ নেবেন।

Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *