উজ্জ্বল বন্দ্যোপাধ্যায়, জয়নগর: আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ফের দলবদলের হিড়িক। বৃহস্পতিবার জয়নগর বিধানসভার রাজাপুর করাবেগ পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেসের এক কর্মীসভায় বিরোধী শিবিরের ৭০ জন কর্মী-সমর্থক তৃণমূলে যোগ দিলেন।
জয়নগরের ঘোষের চক ৫০ নম্বর বুথ থেকে ওই কর্মীরা এদিন তৃণমূলের পতাকা হাতে তুলে নেন। তাঁদের হাতে পতাকা তুলে দেন স্থানীয় বিধায়ক বিশ্বনাথ দাস ও জয়নগর ১ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি তুহিন বিশ্বাস।
এই প্রসঙ্গে বিধায়ক বিশ্বনাথ দাস বলেন, “মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের কাজে অনুপ্রাণিত হয়েই বিরোধী দলের বহু কর্মী আজ তৃণমূলে যোগ দিয়েছেন। আগামী দিনে আরও অনেকে আমাদের দলে আসবেন।”
স্থানীয় তৃণমূল নেতৃত্বের দাবি, এই যোগদানের ফলে রাজাপুর করাবেগ পঞ্চায়েত এলাকায় সংগঠন আরও মজবুত হবে।










