Home / খবর / জেলায় জেলায় / আসানসোল স্টেশনে ‘অপারেশন আহট’, শিশু পাচারের চেষ্টা বানচাল আরপিএফের

আসানসোল স্টেশনে ‘অপারেশন আহট’, শিশু পাচারের চেষ্টা বানচাল আরপিএফের

আসানসোল : পূর্ব রেলের আসানসোল ডিভিশনের আরপিএফ বা রেলওয়ে সুরক্ষা বাহিনীর ওয়েষ্ট পোষ্ট ‘অপারেশন আহট’ অভিযানে আসানসোল স্টেশনে শিশু পাচারের একটি চেষ্টা বানচাল করল।

জানা গেছে, আসানসোল স্টেশনে নিয়মিত টহল দেওয়ার সময় আরপিএফপর এসআই শুভ্রা দে লক্ষ্য করেন, একজন মহিলা (৬০) ১৫ দিনের একটি শিশুকে নিয়ে যাচ্ছেন। অন্যদিকে, একজন পুরুষ (৩৭) সন্দেহজনকভাবে ২ নম্বর প্ল্যাটফর্মে ঘোরাফেরা করছেন। স্বাভাবিক ভাবেই দুজনকে আটক করা হয়। এরপর জিজ্ঞাসাবাদে দুজন সন্তোষজনক ব্যাখ্যা দিতে ব্যর্থ হন। পাশাপাশি এই ঘটনার সঙ্গে যুক্ত অন্য একজন মহিলার বক্তব্য পরস্পরবিরোধী পাওয়া যায়। তিনজনকে এরপর আরো আইনি ব্যবস্থা নেওয়ার জন্য আসানসোল রেল পুলিশ বা জিআরপির কাছে হস্তান্তর করা হয়। শিশুটিকে রেলওয়ে শিশু সহায়তা ডেস্কে দেওয়া হয়।

আসানসোল রেল পুলিশের তরফে একটি মামলা দায়ের করা হয়েছে। তিনজনকে গ্রেফতার করে, তাদের জেরা করা হচ্ছে বলে রেল পুলিশ জানিয়েছে।

alternatetext
Tagged:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *