অভিষেক সেনগুপ্ত, জলপাইগুড়ি: রাজ্যে ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়া শুরু হতেই অনেকের মনে তৈরি হয়েছে দুশ্চিন্তা ও বিভ্রান্তি। এই প্রেক্ষিতেই জলপাইগুড়ির সানুপাড়ায় এলাকাবাসীর ভয় দূর করতে আয়োজন করা হয় বিশেষ সচেতনতামূলক শিবিরের।
বুধবারের ওই শিবিরে উপস্থিত ছিলেন স্থানীয় গ্রাম পঞ্চায়েত সদস্য গণেশ ঘোষ, এলাকার বিএলও এবং অন্যান্য গণ্যমান্য ব্যক্তি। ‘এসআইআর হেল্প ডেস্ক’-এর মাধ্যমে বাসিন্দাদের বোঝানো হয়, প্রক্রিয়াটি কেবল নিয়মিত ভোটার তালিকা যাচাই ও সংশোধনের কাজ—এর সঙ্গে আতঙ্কের কোনও সম্পর্ক নেই।
স্থানীয়দের মধ্যে অনেকে এসে প্রশ্ন তোলেন কীভাবে ফর্ম পূরণ করতে হবে, কী নথি প্রয়োজন, কিংবা কেউ বাড়িতে না থাকলে কীভাবে তথ্য দেওয়া সম্ভব। সব প্রশ্নের উত্তর现场ে দেন বিএলও।
গণেশ ঘোষ বলেন, “এসআইআর নিয়ে অনেকেই অযথা আতঙ্কিত হয়ে পড়েছেন। তাই তাঁদের পাশে দাঁড়াতেই আমরা এই উদ্যোগ নিয়েছি। মানুষ যেন সঠিক তথ্য জানেন, সেটাই আমাদের লক্ষ্য।”
শিবির শেষে স্থানীয়রা জানান, এই উদ্যোগে তাঁদের বহু ভুল ধারণা দূর হয়েছে এবং প্রশাসনের প্রতি আস্থা বেড়েছে।










