“আসানসোল : পশ্চিম বর্ধমান সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যান দপ্তরের জাতীয় যক্ষা নির্মূলীকরণ কর্মসূচির একটি প্রকল্প হল “নিক্ষয় মিত্র “।
এই প্রকল্পে যে কেউ একজন টিবি বা যক্ষা রোগীর ৬ মাসের পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব নিতে পারেন।
সোমবার সেই প্রকল্পে ৫ জন টিবি আক্রান্ত রোগীকে পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব নিলেন পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম এস পোন্নাবলম এবং অতিরিক্ত জেলাশাসক বা এডিএম ( উন্নয়ন) সঞ্জয় পাল।
এদিন আসানসোলে পশ্চিম বর্ধমানের জেলাশাসক বা ডিএম কার্যালয়ে সেই ৫ জন টিবি বা যক্ষা আক্রান্ত রোগীর হাতে পুষ্টিকর খাদ্য তুলে দেওয়া হয়। ছিলেন জেলাশাসক ও এডিএম ছাড়াও পশ্চিম বর্ধমানের জেলা সভাধিপতি বিশ্বনাথ বাউরি, জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক বা সিএমওএইচ শেখ ইউনুস, আসানসোল জেলা হাসপাতালের সুপার ডাঃ নিখিল চন্দ্র দাস সহ অন্যান্যরা।
এই প্রসঙ্গে জেলার সিএমওএইচ বলেন, ” নিক্ষয় মিত্র ” প্রকল্পে যে কেউ একজন টিবি বা যক্ষা আক্রান্ত রোগীর ৬ মাসের পুষ্টিকর খাবার দেওয়ার দায়িত্ব নিতে পারেন। প্রতি মাসে কমপক্ষে ৫০০ টাকার খাবার দিতে হবে। জেলার ডিএম ও এডিএম ৫ জনের খাবারের দায়িত্ব নিয়েছেন। এদিন তাদের হাতে ৬ মাসের খাবারের প্যাকেট তুলে দেওয়া হয়েছে। যার মধ্যে রয়েছে ১ কিলো করে তিন রকমের ডাল, ছোলার ছাতু ও সোয়াবিন।